________________
মহানিগ্রন্থীয় আপনাকে প্রশ্ন করিয়া) জো (যে) ঝাণবিগঘঘা (ধ্যানবিঘ্ন ) কও ( কৃত = করা হইয়াছে । য় (ও) ভােগেহিং (ভােগের জন্য = বিষয়ভােগের জন্য ) ণিমংতিয়া ( নিমন্ত্রিত হইয়াছেন) তং সব্বং (তৎসমস্ত ) মে (আমাকে) মরিসেহি ( ক্ষমা করুন) ॥৫ ৭
আমি যে আপনাকে প্রশ্ন করিয়া আপনার ধ্যানে বিঘ্ন উৎপাদন করিয়াছি এবং বিষয়ভােগ করিবার জন্য আপনাকে আহ্বান করিয়াছি, আমার এই সমস্ত কার্যের জন্য ক্ষমা করুন ॥৫৭।
এবং থুণিত্তাণ স রায়সীহহ, অণগারসীহং পরমাই ভত্তী
সওয়ােহাে য় সবধবাে য়, ধম্মাণুর বিমলেণ চেয়সা ॥৫৮ স রায়সীহহ (সেই রাজসিংহ=সেই রাজশ্রেষ্ঠ শ্রেণিক) অণগারসীহং অনগারসিংহকে =শ্রমণশ্রেষ্ঠ মুনিকে) পরমাই ভত্তীএ (পরম ভক্তি পূর্বক ) এবং (এইরূপ) থুণিত্তাণ ( স্তুতি করিয়া) সওয়ােহহ (সাবরােধ =অবরােধের সহিত, অন্তঃপুরের সহিত, স্ত্রীগণের সহিত ) য় (ও) সবধবাে ( আত্মীয়স্বজনগণের সহিত) বিমলেণ চেয়সা ( বিমল চিত্তে ) ধম্মাগুরত্তো (ধর্মানুরক্ত ) ( হইল ) ॥৫৮||
সেই রাজশ্রেষ্ঠ শ্রেণিক মুনীশ্বরকে পরম ভক্তিভাবে উক্তরূপ স্তুতি করিয়া স্ত্রীগণ ও বন্ধুবান্ধবাদির সহিত নির্মল চিত্তে ধর্মে অনুরক্ত হইল ॥৫৮||
উসিয়রােমকূবব কাউণ য় পয়াহিণং।
অভিবংদিউণ সিরসা, অইয়াও পরাহিবাে॥৫৯|| পরাহিবাে (নরাধিপ) উসসিয়বােমকূববা (উচ্ছসিতবােমকুপ- হর্ষে রােমাঞ্চিত ) (হইয়া) পয়াহিণং (প্রদক্ষিণ ) কাউণ (করিয়া) য় (ও) সিরসা (মস্তকের দ্বারা) অভিবংদিউণ (অভিবন্দন করিয়া) অইয়াও (গমন করিল ) ॥৫৯||
নাধিপ শ্রেণিক হর্ষে বােমাঞ্চিত হইয়া মুনিকে প্রদক্ষিণ ও মস্তকের দ্বারা বন্দনা করিয়া প্রস্থান করিল ॥৫৯।
১। “সপরিঅপাে’ টীকা ১ ও ৪। ২। “উসসিয়’ টীক ২ ও ৩।