SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 381
Loading...
Download File
Download File
Page Text
________________ ৩৬৪ উত্তরাধ্যয়ন সুত্র তুঙ্গং' স্থলদ্ধং থু মসজম্মং, লাভা স্থলদ্ধা য় তুমে মহেসী । তুন্তে সণাহা য় সবংধবা য়, জং ভে ঠিয়া মগগি জিণুত্তমাণং ॥৫৫॥ মহেসী ( হে মহর্ষি ) তুয়ং ( আপনার ) মসজম্মং ( মনুষ্যজন্ম ) খু ( নিশ্চয় ) স্থলদ্ধং ( স্থলব্ধ=সল ) য় (ও) তুমে ( আপনার ) লাভা ( লাভ=রূপলাবণ্যাদির লাভ) সুলদ্ধা ( সার্থক ) তুৱে ( আপনি ) সণাহা ( সনাথ ) য় ( ও ) সবংধবা ( সবান্ধব ) জং ( যেহেতু) ভে ( আপনি ) জিনুত্তমাণ ( জিনোত্তমগণের = তীর্থঙ্করগণের মগি ( মার্গে) ঠিয়া (স্থিত ) ( হইয়াছেন ) ॥৫৫ ॥ হে মহর্ষি, আপনার মনুষ্যজন্ম সফল ও রূপলাবণ্য প্রাপ্তি সার্থক হইয়াছে । আপনিই সনাথ ও সবান্ধব, যেহেতু আপনি তীর্থঙ্করগণের কথিত ধর্ম দৃঢ় রূপে পালন করিতেছেন ॥৫৫॥ তং সি ণাহো অণাহাণং, সব্বভূয়াণ সংজয়া । খামেমি তে মহাভাগ, ইচ্ছামি অণুসাসিউং ॥৫৬|| সংজয়া ( হে সংযত ) তং ( আপনি ) অণাহাণং ( অনাথ ) ( এইরূপ ) সব্বভূয়াণ (সমস্ত প্রাণিগণের ) গাহো সি ( নাথ আছেন ) মহাভাগ ( হে মহাভাগ ) তে ( আপনার নিকট ) খামেমি ( ক্ষমা প্রার্থনা করিতেছি ) অণুসাসিউং ( অনুশাসিত হইতে= শিক্ষাপ্রাপ্ত হইতে ) ইচ্ছামি ( ইচ্ছা করিতেছি ) ॥৫৬৷ হে সংযত মুনি, আপনি সমস্ত অনাথ প্রাণিগণের নাথ, হে মহাভাগ, আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি। আমি আপনার নিকট শিক্ষা প্রাপ্ত হইতে ইচ্ছা করি ॥২৬ | পুচ্ছিউণ মত্র তুরুং, ঝাণবিঘো উ জো° কও। ণিমংতিয়া য় ভোগেহিং, তং সব্বং মরিসেহি মে ॥৫॥ মএ ( আমার দ্বারা ) তুক্তং ( আপনি ) পুচ্ছিউণ ( পৃষ্ট হইয়া ) অর্থাৎ আমি ১। ‘তুমৃহে’ টীকা ১ । ২। ‘তুম্‌ হে’ টাকা ১ ৩। ‘জং’ টাকা তা
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy