________________
মহানিগ্রন্থীয় যাণং (পালন করিয়া) কম্মং ( কর্ম ) সংখবিয়াণ (সম্যক প্রকারে ক্ষয় করিয়া) বিউলুমং ( বিপুল ও উত্তম =অনন্ত ও শ্রেষ্ঠ ) ধুবং ( ধ্রুব =শাশ্বত ) ঠাণং (স্থান =মুক্তিস্থান) উবেই (প্রাপ্ত হয় ) ॥৫২
তৎপরে সংযমাচার ও জ্ঞানসম্পন্ন, নিরুদ্ধাস্রব সাধু শ্ৰেষ্ঠ সংযম পালন ও সম্যক প্রকারে কর্ম ক্ষয় করিয়া অনন্ত, সর্বোত্তম ও শাশ্বত মুক্তিস্থান প্রাপ্ত হয় ॥৫২।
এবুগগদংতে বি মহাতবােহণে, মহামুণী মহাপইগ্নে মহাষসে
মহাণিয়ংঠিজ্জমিণং মহাসুয়ং, সে কাহএ মহয়া বিখরেণং ॥৫৩ এবং (এইরূপে ) সে (সেই ) উগগদংতে (উগ্র ও দান্ত, উগ্র=মহাবীৰ্যসম্পন্ন, দান্ত =জিতেন্দ্রিয়) মহাতবােহণে (মহাতপােধন) মহাপইগ্নে (মহাপ্রতিজ্ঞ = দৃঢ়ব্রত) মহাযসে ( মহাযশস্বী) মহামুণী (মহামুনি) ইণং (এই ) মহাণিয়ংঠিজ্জং (মহানিগ্রন্থীয় =মহানিগ্রন্থগণের হিতকারী ) মহাসুয়ং (মহাশ্রুত =পূর্বোক্ত মহােপদেশ) মহয়া বিখরেণং (মহাবিস্তারের সহিত) কাহ ( কহিলেন) ৫৩।
এইরূপে সেই মহাবীর্যসম্পন্ন, জিতেন্দ্রিয়, মহাতপােধন, দৃঢ়ব্রত, মহাযশস্বী মহামুনি মহানিগ্রন্থগণের হিতকারী পূর্বোক্ত মহােপদেশ অত্যন্ত বিস্তারিত ভাবে বলিলেন ॥৫৩
তুটুঠোয় সেণিও রায়া, ইণমুদাহু কয়জলী।
অণহত্তং জহাভূয়ং, সুট মে উবদংসিয়ং ॥৫৪|| সেণিও রায় (শ্রেণিক রাজা) তুঠো (তুষ্ট ) কয়জলী (কৃতাঞ্জলি) (হইয়া) ইণং (এইরূপ) উদাহু (বলিল ) ( হে মুনি) জহাভূয়ং ( যথাভূত= যথাযথ ) অণহত্তং (অনাথত্ব) মে (আমাকে) সুট ( সুষ্ঠু = ভালরূপে ) উবদংসিয়ং ( প্রদর্শন করিয়াছেন) ৫৪|| | তখন শ্রেণিক রাজা সন্তুষ্ট হইয়া কৃতাঞ্জলিপুটে এইরূপ বলিল, “হে মুনি, আপনি যথাযথভাবে অনাথতার স্বরূপ আমাকে সুন্দররূপে প্রদর্শন করিলেন’ ॥৫৪।
১। কর্মশত্রুহননে বলিষ্টঃ” টীকা ১।