________________
উত্তরাধ্যয়ন সূত্র
কারিণী) কুররী বিবা (কুররীর ন্যায় = পক্ষিণীর ন্যায়) পরিয়াবমেই (পরিতাপ করে ) । (০ ||
| এইরূপে স্বচ্ছাচারী কুসাধু তীর্থঙ্করগণের কথিত মার্গেতে বিপরীতাচরণ করিয়া মাংসরসানুসক্ত, নিরর্থক শােককারিণী পক্ষিণীর ন্যায় পরিতাপ করে অর্থাৎ যেমন মাংসভক্ষণকারী পক্ষী মাংসের জন্য অন্য পক্ষী কর্তৃক পীড়াপ্রাপ্ত হইয়া নিরর্থক শােক প্রাপ্ত হয় ও পরিতাপ করে তদ্রুপ আচারহীন সাধু তীর্থঙ্করগণের মার্গ পরিত্যাগ করিয়া ইহলােক ও পরলােক এই উভয় লােকে দুঃখপ্রাপ্ত হইয়া পরিতাপ করে ৫০
সুচ্চাণ মেহাবি সুভাসিয়ং ইমং, অণুসাসণং পাণগুণােববেয়ং।
মগগং কুসীলাণ জহায় সব্বং, মহাণিয়ংঠাণ বএ পহেণ ॥৫১। মেহাবি (হে মেধাবী রাজন্) ইমং (এই =পূর্বে কথিত) সুভাসিয়ং (সুভাষিত=সম্যক প্রকারে কথিত ) ণণগুণােববেয়ং (জ্ঞান-গুণেপেত= জ্ঞান ও চারিত্রযুক্ত) অণুসাসণং (অনুশাসন=উপদেশ) সুচ্চাণ (শ্রবণ করিয়া) কুসীলাণ (কুসাধুর) সব্বং ( সমস্ত ) মগগং (মার্গ ) জহায় (ত্যাগ করিয়া) মহাণিয়ংঠাণ (মহানিগ্রন্থগণের) পহেণ (পথে) বএ ( বিচরণ কর =গমন কর) ॥৫১।
হে মেধাবী রাজ, পূর্ব কথিত জ্ঞান ও চারিত্র সম্পন্ন, সুভাষিত উপদেশ শ্রবণ করিয়া কুসাধুগণের সমস্ত মার্গ পরিত্যাগপূর্বক মহানিগ্রন্থগণের পথে গমন কর অর্থাৎ নিগ্রন্থ ধর্ম স্বীকার কর ॥৫১।
চরিমায়ারগুণএি তও, অণুত্তরং সংজম পালিয়াণং।
ণিসবে সংখবিয়াণ কম্মং, উবেই ঠাণং বিউত্তমং ধুবং ॥৫২। তও (তৎপরে = নিগ্রন্থ ধর্ম স্বীকার করিবার পর) চরিত্তমায়ারগুণগ্নি (চারিত্রাচারগুণান্বিত =সংযমাচার ও জ্ঞানযুক্ত) ণিরাসবে ( নিরাশ্রব= হিংসাদি আব রহিত) (সাধু ) অণু রং (শ্রেষ্ঠ ) সংজম (সংযম ) পালি
১। “জ্ঞানেন গুণেন চ বিরতিরূপেণাপেতং যুক্ত” টীকা-২। ২। “চারিত্ৰত্যাচারশ্চারিত্রাচারশ্চারিত্রসেবনং গুণ জ্ঞানণীলাদয় তৈরম্বিতঃ” টীকা ১। ৩। আবের ব্যাখ্যার জন্য ৩১১ সূত্রের ১ নং পাদটীকা দ্রষ্টব্য।