________________
মহানিগ্রন্থীয়
৩৬১ ছেদনকারী শত্রুও করে না। সংযমবিহীন সেই সাধু মৃত্যুমুখে পতিত হইলে পশ্চাত্তাপের দ্বারা নিজের দুরাচার বুঝিতে পারে ॥৪৮
ণিরটুঠিয়া গরুঈ উ তস, জে উত্তমঠে বিবজ্জাসমেই”।
ইমে বি সে নথি পরে বি লােএ, দুহও বি সে ঝিঙ্খই তখ লােএ ৪৯৷ জে (যে) (সাধু) উত্তমঠে ( উত্তমাৰ্থে=সাধুর আচার পালনে, জিনাজ্ঞা পালনে) বিবজ্জাসমেই ( বিপৰ্যাস প্রাপ্ত হয় =বৈপরীত্য প্রাপ্ত হয় অর্থাৎ শাস্ত্রানুযায়ী পালন করে না) ত ( তাহার ) ণগুরুঈ (নগ্নতার রুচি= নগ্ন থাকিবার ক্লেশ সহ্য করার রুচি, শ্রামণ্য পালন করার রুচি ) ণিরটুঠিয়া ( নিরর্থক= নিষ্ফল) সে (সে) ইমে বি নথি (ইহলােকেও নাই =ইহলােক হইতেও ভ্রষ্ট) পরে বি লােএ (পরলােকেও ) ( নাই =ভ্রষ্ট, সে নিজের দুষ্কৃতির অনুতাপে ক্ষীণ হইতে থাকে) ৪৯|| | যে জিনাজ্ঞানুযায়ী সাধুর আচার পালন করে না, তাহার নগ্নতাজনিত ক্লেশ ভােগ করা অর্থাৎ শ্রমণবেশ ধারণ করিয়া কষ্টানুভব করা নিরর্থক, সে ইহলােক ও পরলােক হইতে ভ্ৰষ্ট হয়। উভয়লােকেই নিজের দুষ্কৃতির অনুতাপে সে ক্ষীণ হইতে থাকে ॥৪৯|
এমেবহাছংদকুসীলরূবে, মঙ্গং বিরাহিত্ত, জিনুত্তমাণং।
কুররী বিবা ভােগরসাগিদ্ধা, ণিরঠসোেয়া পরিয়াবমেই ॥৫০ এমেব (এইরূপে ) অহাছংদ (যথাচ্ছন্দ=স্বচ্ছাচারী) কুসীলরূবে (কুসাধু) জিনুমাণং ( জিনােমগণের =তীর্থঙ্করগণের) মগগং (মার্গ) বিরাহিতু ( বিরাধন করিয়া = বিপরীতাচরণ করিয়া) ভােগরণুগিদ্ধা (ভােগরসানুগৃদ্ধা=মাংস রসে লােলুপা) ণিরঠসােয়া ( নিরর্থশােকা = নিরর্থক শােক
১। নিখয়া’ টীক। ৩।
২। “নগ্নত্বাদিরুচির্নিবস্ত্রাদিক্লেশ বাঞ্ছা” টীকা ১। “নাগ্ন্যে শ্রমণ্যে রুচিরিচ্ছ। নাগ্নরুচিস্ত” টীকা ২।
৩। “উত্তম প্রধানােহর্থে মােক্ষে। যস্মাৎ স উত্তমার্থস্তস্মিন্নতমাৰ্থে অর্থাৎ পর্যন্তসময়রােধনরূপে জিনাজ্ঞারাধনে” টীকা ১।
৪। “বিবয়াসমেই’ টীক। ৩।
৫। “উভয়লােকাৰ্থসম্পত্তিমতো জনবলােক ধিগ্ মাং নিপুণ্যকমুভয়ভ্রষ্টতয়েতি চিন্তয়া ক্ষীয়তে” টীকা ২।