________________
মহানিগ্রন্থীয়
৩৫৭ চিরং পি সে মুণ্ডরুঈ ভবিত্তা, অথিরব্বএ তবণিয়মেহিং ভটঠে।
চিরং পি অঙ্গাণং কিলেসইভা, ন পারএ হােঙ্গ হু সংপএ ৪১৷৷ সে (সেই=পঞ্চ সমিতি রহিত সাধু) অথিরব্বএ (অস্থিরত) তবণিয়মেহিং ভটুঠে (তপস্যা ও নিয়মে ভ্রষ্ট) চিরং পি ( চিরকাল পর্যন্ত) মুণ্ডরুঈ ( মুরুচি = যাহার কেবল মাত্র মস্তক মুণ্ডনেই প্রবৃত্তি অর্থাৎ দ্রব্যমুণ্ড) ভবিত্তা ( হইয়া) অপ্পাণং (আত্মাকে) চিরং পি ( চিরকাল পর্যন্ত) কিলেসইত্তা (ক্লেশে নিপাতিত করিয়া = দুর্দশাগ্রস্ত করিয়া) হু ( নিশ্চয়ই ) সংপরাএ ( সংসার হইতে) পার এ (পারগ = পারগামী) ন হােঙ্গ (হয় না) ॥৪১ | সেই পঞ্চসমিতিরহিত সাধু অস্থির ব্রত এবং তপস্যা ও নিয়ম পালনে ভ্রষ্ট হইয়া ও চিরকাল পর্যন্ত কেবলমাত্র মস্তক মুণ্ডনেই সাধুধর্ম প্রতিপালিত হইল এইরূপ মনে করিয়া আত্মাকে দীর্ঘসময় পর্যন্ত দুঃখে নিপাতিত করে এবং সংসারের পারগামী হয় না অর্থাৎ মুক্তিলাভ করিতে পারে না ॥৪১
পােল্লেব মুঠী জহ সে অসারে, অয়ংতি কুড়কহাবণে বা।
রাঢ়ামণী বেরুলিয়প্পগাসে। | অমহগঘএ হােই হু জাণসু ॥৪২। সে (সেই = মুরুচি মুনি) পােল্লেব (রিক্তশূন্য) মুঠী ( মুষ্টি) জহ (যেমন ) অসারে ( অসার) কুড়কহাবণে বা ( কূটকার্ষাপণের ন্যায় =কৃত্রিম মুদ্রার ন্যায় ) অয়ংতিএ (অয়ন্ত্রিত =অনাদরণীয়, অচল ) বেরুলিয়প্পগাসে (বৈদূর্যপ্রকাশ = বৈদূর্যমণিসদৃশ কান্তিবিশিষ্ট) রাঢ়ামণী (কাচ) হু ( নিশ্চয় ) জাণএসু ( অভিজ্ঞ ব্যক্তির নিকট) অমহগঘএ ( অমহার্ঘ =অল্পমূল্যবিশিষ্ট) হােই (হয় ) ॥৪২। | সেই মুরুচি মুনি শূন্য মুষ্টির ন্যায় অসার, কৃত্রিম মুদ্রার ন্যায় অনাদরণীয় এবং অভিজ্ঞ ব্যক্তির নিকট বৈদূর্যমণির কান্তির ন্যায় কান্তিবিশিষ্ট অল্প মূল্য কাচ বলিয়া যেরূপ উপেক্ষণীয় তদ্রুপ সেও উপেক্ষণীয় হয় ॥৪২||
কুসীললিংগং ইহ ধারইত্তা ইসিজ্বয়ং জীবিয় বৃহইত্তা।
অসংজএ সংজয় লগ্নমাণে, বিণিঘায়মাগচ্ছই সে চিরংপি ॥৪৩ সে (সেই আচারবিহীন সাধু ) ইহ (এই সংসারে) কুসীললিংগং (কুশীললিঙ্গ
১। “পােল্লৈবাত্যন্তশুষিরৈব মনাগপি নিবিড়া” টীকা ২। ২। “ন যন্ত্রিতেহয়ন্ত্রিতােহনাদরণীয়য় নিগুণবাদুপেক্ষণীয় টীকা ১।