SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 372
Loading...
Download File
Download File
Page Text
________________ মহানিগ্রন্থীয় অপ্পা (আত্মা) বেয়রণী (বৈতরণী ) ঈ (নদী) মে (আমার) অপ্পা (আত্মা) কুড়সামলী (কূটশাল্মলীবৃক্ষ ) অপ্পা (আত্মা) কামদুহা ধেণু (কামধেনু) অপ্পা (আত্মা) মে (আমার) ণংদণং বণং ( নন্দনবন ) ॥৩৬|| আত্মাই আমার বৈতরণী নদী, আত্মাই আমার নরকস্থিত কণ্টকাকীর্ণ শাল্মলীবৃক্ষ, আত্মাই আমার কামদুঘা ধেনু এবং আত্মাই আমার নন্দন বন ॥৩৬|| অপ্পা কত্তা বিকত্তা য়, দুহাণ য় সুহাণ য়। অপ্পা মিত্তমমিত্তং* চ, দুগ্নটুঠিয় সুপঠিও ৩৭ অপ্পা (আত্মা) দুহাণ (দুঃখের ) য় (ও) সুহাণ (সুখের ) কত্তা ( কর্তা) য় (ও) বিকত্তা ( বিকর্তা =বিনাশক) অপ্পা (আত্মা) দুর্গইঠিয় (দুঃস্থিত = দুরাচারে প্রবৃত্ত ) (ও) সুপঠিও (সুপ্রস্থিত =সদাচারে প্রবৃত্ত) (হইলে ) মিং ( মিত্র) চ (ও) অমিত্তং (অমিত্র=শত্রু) (হয় ) ॥৩৭ | আত্মাই সুখ ও দুঃখের কর্তা এবং সুখ ও দুঃখের বিনাশকর্তাও বটে। আত্মাই দুরাচার ও সদাচারে প্রবৃত্ত হইলে শত্রু ও মিত্র হয় ॥৩৭ ইমা হু অগ্না বি অহয়া ণিবা, তমেগচিত্তে ণিহুও সুণেহিং। ণিয়ংঠধম্মং লহিয়াণ বি জহা, সয়ংতি এগে বহুকায়রা রা ॥৩৮| ণিবা (হে নৃপ) ইমা (এই সকল ) অগা বি (অন্য ও) অণাহয়া (অনাথতা ) ( আছে) তং (তাহা=সেই অনাথতা সম্বন্ধে) এগচিত্তো (একচিত্ত=একাগ্রচিত্ত) (ও) ণিহুও ( নিভৃত = অন্য কার্য হইতে নিবৃত্ত, স্থির) (হইয়া) সুণেহিং (শ্রবণ কর) জহা (যেমন) এগে (কেহ) বহুকায়রা (বহু কাতর= হীনসত্ত্ব) ণ (পুরুষ) ণিয়ংঠধম্মং ( নিগ্রন্থ ধর্ম ) লহিয়াণ বি (প্রাপ্ত হইয়াও) সীয়ংতি (সীদন্তি =শিথিল হয়) ৩৮|| হে নৃপতি, এইরূপ ও অন্যও অনাথতা আছে তাহা একাগ্রচিত্ত ও স্থির হইয়া ১। “বিকিত্তা’ টীকা ১। “বিকিরিতা বিনাশকঃ” টীকা ১। * তুলনা—“উদ্ধরোত্মনাত্মানং নাত্মানমবসাদয়েৎ। আত্মৈবহাত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ” গীতা ৬৫ ২। সুগঠিও টীকা ১। ৩। “নিব’ টীকা ১।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy