________________
৩৪৭
মহানিগ্রন্থীয় মে (আমার) অ (অশ্ব ) হখী (হস্তী) মনুস (মনুষ্য =সৈন্যসামন্ত ও পরিজনবর্গ ) ( আছে ) চ ( ও) পুরং (পুর =নগর) অংতেউরং ( অন্তঃপুর =রাজ্ঞীবৃন্দ) ( আছে ) মে ( আমার) আণা ( আজ্ঞা=শাসন) চ (ও) ইসসরিয়ং (ঐশ্বর্য =প্রভুত্ব ) ( আছে) (আমি) মানুসে (মনুষ্য সম্বন্ধীয় ) ভােএ (ভােগ =বিষয়ভােগ) ভুংজামি ( ভােগ করি) এরিসে (এইরূপ) সব্বকামসমপ্লিও ( সর্বকামসমর্পিত সমস্ত প্রকার বিষয়ভােগ যুক্ত) সংপয়গংমি (সম্পদগ্রে =শ্রেষ্ঠ সম্পদ যুক্ত হইয়া) কহং (কি প্রকারে ) অণাহে ( অনাথ ) ভবঈ ( ভবামি =হই) ভংতে (হে পূজ্য) হু ( নিশ্চয়ই ) মুসং (মৃষা= মিথ্যা) মা বএ ( বলিবেন না) ॥১৫||
আমার বহু অশ্ব, হস্তী, সৈন্য, সামন্ত ও পরিজনবর্গ আছে এবং আমার নগর ও অন্তঃপুরও আছে, আমার আদেশ প্রতিপালিত হইতেছে এবং প্রভুত্বও আছে। আমি মনুষ্য সম্বন্ধীয় বিষয়ভােগও ভােগ করিতেছি। এইরূপে সমস্ত প্রকার বিষয়ভােগযুক্ত ও শ্রেষ্ঠ সম্পদ সমন্বিত হইয়াও আমি কিরূপে অনাথ হইতে পারি ? হে পূজ্য, মিথ্যা বাক্য বলিবেন না ॥১৪|১৫||
ন তুমং জাণে অণাহ, অখং পােথং ২ চ পখিব।। জহা অণাহাে হবঈ, সণাহো বা ণরাহিবা ॥১৬
পখিবা (হে পার্থিব =হে রাজন্) তুমং (তুমি) অণাহ (অনাথের = অনাথ এই শব্দের) অখং (অর্থ) চ (ও) পােখং (পােখা=মূল, উৎপত্তি) ন জাণে (জান না) রাহিব (হে নরাধিপ) জহা (যেরূপে ) অণাহে (অনাথ) হবঈ (হয়) বা (বা) সহাে (সনাথ ) (হয় তাহাও জান
) ॥১৬ | হে রাজন, তুমি অনাথ শব্দের অর্থ ও উৎপত্তি জান না। হে নরপতি, লােকে যেরূপে অনাথ হয় বা সনাথ হয় তাহাও জান না ॥১৬||
১। “জাণসি’ টীকা ৩।
২। “পুথং টীকা ২। “পুচ্ছং টীকা ৩। “প্রকর্ষেণােখনং মুলােৎপত্তিঃ প্রােথ্য, তাৎ লােখা” টীকা ১।
৩। ভবঙ্গ’ টীকা ৩।