________________
৩৪৮
উত্তরাধ্যয়ন সূত্র সুণেহ মে মহারায় অঝখিণে চেয়সা।
জহা অণাহাে হবঈ৩, জহা মে য় পবত্তিয়ং ॥১৭। মহারায় (হে মহারাজ) অখিত্তেণ ( অব্যাক্ষিপ্ত =স্থির) চেয়সা (চিত্তে ) মে (আমার) (কথা) সুণেহ (শ্রবণ কর) জহা (যেরূপে ) অণাহাে ( অনাথ ) হবঈ (হয় ) য় ( ও) জহ। ( যেরূপে ) মে (আমার) (অনাথত্ব) পবত্তিয়ং (প্রবর্তিত হইয়াছে = আরম্ভ হইয়াছে) ॥১৭||
| হে মহারাজ, স্থির চিত্তে আমার কথা শ্রবণ কর। যেরূপে অনাথ হয় এবং যেরূপে আমার অনাথত্ব প্রবর্তিত হইয়াছে অর্থাৎ যেরূপে আমি অনাথ হইয়াছি তাহা শ্রবণ কর |১৭||
কোসংবী ণাম ণয়রী, পুরাণপুরভেয়ণী।
তথ আসী পিয়া মত্ম, পভূয়ধণসংচও |১৮|| পুরাণপুরভেয়ণী (পুরাতন নগরের প্রধান) কোসংবী (কৌশাম্বী ) ণাম ( নামক ) ণয়রী (নগরী ) ( আছে) তথ ( সেখানে ) পভুয়ধণসংচও (প্রভূতধনসঞ্চয় = প্রভূতধনশালী) মং (আমার) পিয়া (পিতা) আসী (ছিল) ||১৮||
পুরাতন নগরসমূহের মধ্যে প্রধান কৌশাম্বী নামক নগরী আছে। সেখানে প্রভূতধনশালী আমার পিতা ছিলেন ॥১৮||
পঢ়মে ব মহারায়, অউলা মে অচ্ছিবেয়া।।
অহােখা বিউলাে ডাহাে, সব্বগত্তেসু পখিবা ॥১৯|| মহারায় (হে মহারাজ) পঢ়মে (প্রথম) ব ( বয়সে) মে (আমার) অউল
১। সুণেহি’ টীকা ৩। ২। “মহারায়ং’ টীকা ৩। ৩। ভবঙ্গ’ টীকা ৩।
৪। “পুরাণপুরভেদিনী জীর্ণনগরভেদিনী যাদৃশানি জীর্ণনগরাণি ভবন্তী, তেভ্যাধিক শোভাবতী” টীকা ১।
৫। ‘অহুঙ্খ’ টীকা ৩। ৬। “তিউললা’ টীকা ৩। “তােদক ব্যথকঃ” টীকা ৩। ৭। দাহো’ টীকা ৩।