________________
উত্তরাধ্যয়ন সূত্র
আপনি মিত্রজ্ঞাতিগণ পরিবৃত হইয়া বিষয়সুখ ভোগ করুন, কেননা মনুষ্যজন্ম প্রাপ্ত হওয়া অত্যন্ত দুৰ্লভ ॥১১৷
৩৪৬
অল্পণা বি অণাহে৷ সি, সেণিয়া মগহাহিবা ।
অল্পণা অণাহো সংতো, কহং ণাহো ভবিস্সসি ॥ ১২॥
মগহাহিবা সেণিয়া ( হে মগধাধিপ শ্রেণিক ) ( তুমি ) অল্পণা বি ( নিজেও ) অণাহো সি ( অনাথ আছ ) অল্পণা ( নিজে ) অণাহো সংতো ( অনাথ হইয়া ) কহং ( কি প্রকারে ) ( আমার ) গাহো (রক্ষাকর্তা ) ভবিস্সসি ( হইবে) ॥১২॥
হে মগধাধিপ শ্রেণিক, তুমি নিজেই অনাথ অর্থাৎ তোমার নিজেরই রক্ষাকর্তা কেহ নাই। নিজে অনাথ হইয়া কি প্রকারে অন্যের রক্ষাকর্তা হইবে ? ॥ ১২॥
এবং বুত্তো ণরিংদো সো, সুসংভংতো সুবিম্হিও । বয়ণং অস্থয়পুব্বং, সাহুণা বিম্হয়গ্নিও' ॥১৩||
=
সো ণরিংদো ( সেই রাজা) সাহুণা ( সাধু দ্বারা ) এবং ( এইরূপ ) অস্থয়পুব্বং ( অশ্রুতপূর্ব ) বয়ণং ( বচন ) বুত্তো (কথিত হইয়া ) সুসংভংতো ( সুসম্ভ্রান্ত = সংশয়াকুল । সুবিম্হিও ( সুবিস্মিত ) ( হইয়া ) বিহয়গ্নিও ( বিস্ময়ান্বিত আশ্চর্যের সহিত ) ( এইরূপ বলিল ) ॥ ১৩॥
সেই শ্রেণিক রাজা সাধুর নিকট অশ্রুতপূর্ব বচন শ্রবণ করিয়া অত্যন্ত সংশয়াকুল ও বিস্মিত হইয়৷ আশ্চর্যের সহিত এইরূপ বলিল ॥ ১৩॥
অস্সা হখী মনুস্সা মে, পুরং৩ অংতেউরং৩ চ মে ভুংজামি মানুসে ভোএ, আণা ইসরিয়ং চ মে ॥ ১৪॥ এরিসে সংপয়ংমি, সব্বকামসমপ্পিও'। কহং অণাহো ভবঈ, মা হু ভংতে মুসং বএ ॥১৫ ॥
=
১। ‘বিম্হয়ংনিও’ টীকা ১ ও ৩।
২। ‘আসা' টীকা ২।
৩। ‘পুরমংতেউরং' টীকা ২।
৪। ‘সব্বকামসমপ্লিএ' টাকা ১ ও ২ ।