________________
৩৪৫
মহানিগ্রন্থীয় অণাগে মি মহারায়, পাহাে মত্ম ন বিজ্জঈ।
অণুকংপগং সুহিং বাবি, কংচী নাভিসমেমহং ২ ॥৯॥ মহারায় (হে মহারাজা) অণাহাে মি ( আমি অনাথ) মজ্ব (আমার) পাহাে (নাথ = প্রভু, রক্ষক) ন বিজ্জঈ (নাই) (এবং) অণুকংপগং ( অনুকম্পক=অনুকম্পাকারী, হিতচিন্তক ) বাবি (অথবা) সুহিং (সুহৃৎ ) কংচী (কাহাকেও) নাভিসমেমহং (নাভিসমেমি =পাইতেছি না) ॥৯॥ " হে মহারাজ, আমি অনাথ, আমার কোনও প্রভু বা রক্ষাকর্তা নাই এবং হিতচিন্তক বা মিত্র কাহাকেও পাইতেছি না |||
তও সসা পহসিয়াে রায়া, সেণিও মগহাহিবাে।
এবং তে ই টিমংতস, কহং পাহাে ন বিজ্জঈ ॥১০ | তও (তৎপরে) সস (সেই) মহাহিবাে ( মগধাধিপ ) সেণিও (শ্রেণিক) রায়া (রাজা) পহসিয়াে (প্রহসিত =হাস্য করিয়া বলিল) তে এবং ইমিংতস ( আপনার ন্যায় ঋদ্ধিমান্ ব্যক্তির = আপনার ন্যায় অসামান্য রূপলাবণ্যযুক্ত ব্যক্তির, আপনার ন্যায় তেজঃসম্পন্ন ব্যক্তির ) কহং (কেন) পাহাে (নাথ = প্রভু ) ন বিজ্জঈ (নাই) ১০||
| তৎপরে মগধাধিপতি সেই শ্রেণিক রাজা হাস্য করিয়া বলিল, “আপনার ন্যায় তেজঃসম্পন্ন ব্যক্তির কেন কোন রক্ষাকর্তা নাই ?’ |১০|||
হােমি পাহাে ভয়ংতাণং, ভােগে ভুংজাহি সংজয়া।
মিত্তণাঈপরিবুড়ো, মাণুসং খু সুদুল্লহং ॥১১৷৷ সংজয়া (হে সংযত ) ভয়ংতাণং (ভদন্তের=পূজ্যের, আপনার ন্যায় পূজনীয় ব্যক্তির ) শাহহা (নাথ = রক্ষাকর্তা) হােমি ( হইব=আমি হইব) মিত্তণাঈপরিবুড়াে (মিত্রজ্ঞাতিপরিবৃত ) ( হইয়া) ভােগে ( বিষয়ভােগ) ভুংজাহি ( ভােগ করুন) (কেননা) খু (নিশ্চয়ই ) মানুস (মনুষ্যজন্ম) সুদুল্লহং ( সুদুর্লভ ) ॥১১।
হে সংযত সাধু, আপনার ন্যায় পূজনীয় ব্যক্তির আমিই রক্ষাকর্তা হইব।
১। “মহারায়ং’ টীকা ৩। ২। “নাহি তুমে মহং’ টীকা ৩।