________________
মহানিগ্ৰন্থীয়
বিংশতিতম অধ্যয়ন
সিদ্ধাণং ণমো কিচ্চা, সংজয়াণং চ ভাবও ৷ অত্থধম্মগইং তচ্চং, অণুসিট্ঠিং সুণেহ মে ॥১॥
19
সিদ্ধাণং ( সিদ্ধগণকে = তীর্থঙ্করাদি মুক্তিপ্রাপ্ত সিদ্ধগণকে ) চ ( সংজয়াণং ( সংযতগণকে = আচার্যাদি সাধুগণকে ) ভাবও ( ভাবত= ভক্তিভাবে) ণমো কিচ্চা ( নমন করিয়া = প্রণাম করিয়া ) অখধম্মগইং, অর্থধর্মগতিযুক্ত= যথার্থ ধর্মের জ্ঞানপ্রাপ্তি কারক অথবা ধর্ম, অর্থ ও মোক্ষপ্রাপ্তিকারক ) ( ও ) তচ্চং ( তথ্য=সত্য অথবা তত্ত্ব=তত্ত্বরূপ ) অণুসিট্ঠিং ( অনুশিষ্টি = শিক্ষা, শিক্ষাবাক্য ) মে ( আমার নিকট ) সুণেহ ( শ্রবণ কর ) ॥১॥
সিদ্ধগণকে ও সাধুগণকে ভক্তিভাবে প্রণাম করিয়া যথার্থ ধর্মের জ্ঞান প্রাপ্তিকারক ও তত্ত্ব স্বরূপ আমার শিক্ষাবাক্য শ্রবণ কর ॥১॥
পভূয়রয়ণো রায়া, সেণিও মগহাহিবো । বিহারজত্তং ণিজ্জাও, মংডিকুচ্ছিংসি চেইএ ॥২॥
পভূয়রয়ণো ( প্রভূত রত্ন সমন্বিত = প্রভূত ঐশ্বর্যশালী ) মগহাহিবো ( মগধাধিপ ) সেণিও রায়া ( শ্রেণিক নামক রাজা ) মংডিকুচ্ছিংসি ( মণ্ডিকুক্ষি নামক ) চেইএ ( চৈত্যে = উদ্যানে) বিহারজত্তং (বিহার যাত্রার জন্য = = উদ্যানক্রীড়ার জন্য ) ণিজ্জাও ( নির্যাত=নিৰ্গত ) ( হইল ) ॥২॥
প্রভূত ঐশ্বর্যশালী, মগধাধিপতি শ্রেণিক নামক রাজা মণ্ডিকুক্ষি নামক উদ্যানে ক্রীড়ার জন্য নিৰ্গত হইল ॥২॥
ণাণাদুমলয়াইগ্নং, ণাণাপকৃখিণিসেবিয়ং । ণাণাকুসুমসংচ্ছগ্নং, উজ্জাণং ণংদণোবমং ॥৩॥
১। “অর্থধর্মগতিং অর্থতে প্রার্থ্যতে ধর্মাত্মভিঃ পুরুষৈরিত্যর্থঃ স চাসৌধর্মশ্চার্থধর্মস্ত্য গতিজ্ঞানং যস্যাং সাহর্থধর্মগতিস্তাং দ্রব্যবছেদ্যা দুঃপ্রাপ্যো ধর্মস্তস্য ধর্মস্য প্রাপ্তিকারিকা” টাকা ১ ৷
২। মগধের রাজা বিম্বিসারকে জৈনশাস্ত্রে শ্রেণিক নামে অভিহিত করা হইয়াছে। ইনি ভগবান্ মহাবীরের সমসাময়িক ছিলেন।