________________
মহানিগ্রন্থীয়
৩৪৩ পাণাদুমলয়াইং (নানামলতাকীর্ণ ) পখিণিসেবিয়ং (নানাপক্ষিনিষেবিত=নানাবিধ পক্ষিগণের দ্বারা অধ্যুষিত ) পাণাকুসুমসংচ্ছন্নং (নানাকুসুম সমাচ্ছন্ন ) ণংদপােবমং (নন্দনােপম=নন্দন বনের ন্যায়) উজ্জাণং ( উদ্যান) (ছিল) ॥৩
নানাপ্রকার বৃক্ষলতাকীর্ণ, বহুবিধ পক্ষিগণের দ্বারা অধ্যুষিত, নানাপ্রকার কুসুমের দ্বারা সমাচ্ছন্ন হইয়া নন্দন বনের ন্যায় সেই উদ্যান শােভা পাইতেছিল ॥৩
তথ সাে পাসঈ সাহুং, সংজয়ং সুসমাহিয়ং।
ণিসং রুখমূলংমি, সুকুমালং সুহােইয়ং ॥৪॥ তথ (সেই উদ্যানে) সাে (সেই শ্রেণিক রাজা) সংজয়ং (সংযত ) সুসমাহিয়ং ( সুসমাহিত=সমাধিযুক্ত) সুকুমালং ( সুকোমল শরীর বিশিষ্ট) সুহােইয়ং ( সুখখাচিত=সুখে অভ্যস্ত) রুখমূলংমি (বৃক্ষমূলে) ণিসন্ন (উপবিষ্ট) সাহুং ( সাধুকে) পাসঈ ( দেখিল ) ॥৭|| | সেই উদ্যানে শ্রেণিক রাজা সংযত, সমাধিযুক্ত, সুকোমল শরীরসম্পন্ন ও সুখে অভ্যস্ত বৃক্ষমূলে উপবিষ্ট এক সাধুকে দেখিল ॥
| তসস রূবং তু পাসিত্তা, রাইনাে তংমি সংজএ।
অচ্চংতং পরমাে আসী, অউলাে রূববিহও ॥৫॥ তস (সেই সাধুর ) রূবং ( রূপ) পাসিতা ( দেখিয়া ) রাইশাে (রাজার) তংমি সংজএ (সেই সংযত সাধুর প্রতি) অচ্চংতং ( অত্যন্ত) পরমমা ( অধিক) (ও) অউলল (অতুল ) রূববিহও (রূপবিস্ময় = রূপের জন্য বিস্ময়) আসী (হইল ) ॥৫॥ | সেই সাধুকে দেখিয়া তাহার রূপে রাজার অত্যন্ত অতুল ও পরম বিস্ময় উৎপন্ন হইল ॥৫॥
অহাে বল্লো অহাে রূবং, অহো অজ্জ সােময়া।
অহহ খংতী অহহ মুত্তী, অহো ভােগে অসংগয়া ॥৬॥ (রাজা মনে মনে চিন্তা করিল) অজ্জ (আর্যের) অহহ (আহা কি) বল্লো
১। পাসএ’ টীকা ৩।