SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 354
Loading...
Download File
Download File
Page Text
________________ মৃগাপুত্ৰীয় *ণিষ্মমো ণিরহংকারো, ণিসংগো চত্তগারবো । সমো য় সৰ্ব্বভূত্রস্থ, তমেসুত থাবরেসু য় ॥৮৯|| ণিষ্মমো ( নির্মম = মমতারহিত ) চত্তগারবো ( ত্যক্তগারব=গর্বরহিত ) সব্বভূএস্থ ( সমস্ত প্রাণীতে) তসেস্থ ( এসে = দ্বীন্দ্রিয়াদি প্রাণিগণের প্রতি) য় ( ও ) থাবরেস্থ ( স্থাবরে =একেন্দ্রিয় প্রাণিগণের প্রতি ) সমো ( সম= সমভাবাপন্ন ) ( হইল ) ॥৮৯|| 6590 মমতারহিত, অহঙ্কার রহিত, আসক্তিশূন্য, অভিমান রহিত এস ও স্থাবর সমস্ত প্রাণিগণের প্রতি সমভাবাপন্ন হইল ॥৮১॥ * লাভালাভে সুহে দুখে, জীবিএ মরণে তহা ৷ সমো ণিংদাপসংসাস্থ, তহা মাণাবমাণও ॥৯০|| লাভালাভে ( লাভে ও অলাভে ) সুহে । সুখে দুখে ( দুঃখে ) জীবিএ ( জীবনে) মরণে (মরণে) তহা (তথা ) ণিংদাপসংসাসু (নিন্দা ও প্রশংসাতে ) তহা ( ও ) মাণাবমাণও ( মান ও অপমানে ) সমো ( সম= সমভাবাপন্ন ) ( হইল ) ॥৯৩৷৷ 22 লাভে, অলাভে, সুখে, দুঃখে, জীবনে, মরণে, নিন্দায়, প্রশংসায় এবং সম্মানে, অপমানে সমভাবাপন্ন হইল ॥১০| * তুলনা—“নির্মমো নিরহঙ্কারঃ সমদুঃখসুখঃক্ষমী” গীতা ১২।১৩ ২। গারব=আত্মশ্লাঘা বা অভিমান । ইহা তিনপ্রকার যথা, ঋদ্ধিগারব, রসগারব, ও সাতগারব। সমৃদ্ধি সম্পন্ন হইলে তজ্জন্য যে আত্মশ্লাঘা বা অভিমান হয় তাহাকে ঋদ্ধিগারব বলে। রস অর্থাৎ মিষ্টাদি রসযুক্ত উপাদেয় ভোজন করিলে যে অভিমান হয় তাহাকে রসগার ব বলে ও সুখস্বাচ্ছন্দ্য সম্পন্ন হইয়া থাকিলে যে অভিমান হয় তাহাকে সাতগারব বলে । 1 ৩। এস জীবের বিবরণের জন্য ৫৮ সূত্রের ২ নং পাদটীকা দ্রষ্টব্য । ৪। স্থাবর জীবের বিবরণের জন্য ৫৮ সূত্রের ৩ নং পাদটীকা দ্রষ্টব্য । † তুলনা—“সমদুঃখসুখঃস্বস্থঃ সমলোষ্টাত্মকাঞ্চনঃ । তুল্যপ্রিয়াপ্রিয়ে৷ ধীরস্তল্যনিন্দাত্মসংস্তুতিঃ” গীতা ১৪২৪ ।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy