________________
৩৩৬
উত্তরাধ্যয়ন সূত্র (মহানাগ যেমন ) কংচুঅং (কধুক =খােলস) (পরিত্যাগ করে তদ্রুপ) তাহে ( সেই সময়ে ) মমত্তং (মমতা=আসক্তি) ছিংদঈ (ছেদন করিল = পরিত্যাগ করিল ) ॥৮৬৷৷
এইরূপে সেই মৃগাপুত্র নানাপ্রকারে পিতামাতার আজ্ঞাপ্রাপ্ত হইয়া সর্প যেমন কধুক পরিত্যাগ করে তােপ আসক্তি পরিত্যাগ করিল ॥৮৬
ইী বিত্তং চ মিত্তে য়, পুত্ত দারং চ ণায়ও।
রেণুয়ং ব পড়ে লগং, ণিদ্ধণিত্তাণ ণির্গও ॥৮৭ পড়ে (পটে বস্ত্রে ) লং (লগ্ন =সংলগ্ন) রেণুয়ং ব (রেণুর ন্যায়=ধূলিকণার ন্যায় ) ইষ্টী (ঋদ্ধি ) বিত্তং (বিত্ত সম্পত্তি ) চ (ও) মিত্তে (মিত্র ) য় (ও) পুদারং (পুত্র ও স্ত্রী) চ (ও) ণায়ও ( স্বজনগণ ) ণিণিতা ( নিধূয় =ত্যাগ করিয়া) ণিগও ( নির্গত =গৃহ হইতে নিষ্ক্রান্ত ) ( হইল ) ॥৮৭
বস্ত্রে লগ্ন ধূলিকণাকে যেমন ঝাড়িয়া ফেলা হয় তদ্রুপ মৃগাপুত্র ঐশ্বর্য, সম্পত্তি, মিত্র, পুত্র, স্ত্রী ও আত্মীয়স্বজন পরিত্যাগ করিয়া গৃহ হইতে নিষ্ক্রান্ত হইল ॥৮৭
পংচমহব্বয়জুত্তো, পংচসমিও তিগুত্তিগুত্তোয়।।
সত্তিংতরবাহিরএ, তবােক স্মংমি উজ্জও ॥৮৮|| পংচমহব্বয়জুতো (পঞ্চমহাব্ৰতযুক্ত) পংচসমিও (পঞ্চ সমিতির দ্বারা সমিত) য় (ও) তিগুত্তিগুত্তো (ত্রিগুপ্তির দ্বারা গুপ্ত =মন, বচনও কায়ের ব্যাপারে সংযত ) সব্রিংতরবাহিরএ ( সাভ্যান্তর বাহ্য =আভ্যন্তর ও বাহ ) তবেকম্মংমি (তপঃকর্মে =তপস্যাতে) উজ্জও (উদ্যত = প্রবৃত্ত ) ( হইল ) ॥৮৮||
পঞ্চমহাব্ৰতযুক্ত, পঞ্চসমিতির দ্বারা সমিত, তিন প্রকার গুপ্তির দ্বারা গুপ্ত হইয়া আভ্যন্তর ও বাহ্য উভয় প্রকার তপস্যাতে প্রবৃত্ত হইল ॥৮৮||
১। পুত্তে’ টীকা ১। ২। পঞ্চসমিতির বিবরণের জন্য ৮৯ সূত্রের ২নং পাদটীকা দ্রষ্টব্য। | ৩। ত্রিগুপ্তির ব্যাখ্যার জন্য ১২৩ সূত্রের ৩নং পাদটীকা দ্রষ্টব্য।
৪। তপস্যা দুই প্রকার—বাহ ও আভ্যন্তর। বাহ্য তপস্যা ছয় প্রকার অনশন, উনােদরী, (অল্প আহার ) বৃত্তিসংক্ষেপ, রসত্যাগ, কায়ক্লেশ ও সংলীনতা (শরীর সঙ্কুচিত করিয়া নির্জন স্থানে উপবেশন)। আভ্যন্তর তপস্যাও ছয় প্রকার—প্রায়শ্চিত্ত, বিনয়, বৈয়াবৃত্ত ( পীড়িত ও আর্তগণের সেবা) স্বাধ্যায়, ব্যুৎসর্গ (শরীরের মমতা ত্যাগ করা ) ও ধ্যান।