________________
৩৩৫
মৃগাপুত্ৰীয় মিগচারিয়ং চরিসামি, এবং পুত্তা জহাসুহং।।
অম্মা পিঈহিহণুন্নাও, জহাই উবহিং তও ॥৮৪। ( মৃগাপুত্র বলিল ) মিগচারিয়ং ( মৃগচর্যা == পশুর ন্যায় আচরণ ) চরিমি ( আচরণ করিব = অবলম্বন করিব ) ( পিতামাতা বলিল) পুভা (হে পুত্র ) এবং (ইহাই হইক) জহাসুহং ( যথাসুখ =তােমার যাহাতে সুখ হয় তাহা কর) ও (তখন) (সে) অম্মাপিঈহি (মাতাপিতার দ্বারা) অণুন্নাও। ( অনুজ্ঞাত ) ( হইয়া) উবহিং ( উপধি =পরিগ্রহ, বস্ত্রাভরণাদি দ্রব্য) জুহাই ( পরিত্যাগ করিল ) ॥৮৪||
মৃগাপুত্র বলিল, ‘আমি মৃগের ন্যায় আচরণ অবলম্বন করিব’ মাতাপিত বলিল ‘হে পুত্র, যাহাতে সুখ হয় তাহা কর। তখন সে মাতাপিতা কর্তৃক অনুজ্ঞাত হইয়া বস্ত্রাভরণাদি পরিগ্রহ পরিত্যাগ করিল ॥৮৪||
মিগচারিয়ং চরিসামি, সব্বদুখবিমুখণিং।।
তুত্তেহিং অম্বণুন্নাও, গচ্ছ পুত্ত জহাসুহং ॥৮৫|| অম্ব ( হে মাতাপিতা) তুত্তেহিং (তােমাদিগের দ্বারা) অণুন্নাও ( অনুজ্ঞাত) ( হইয়া) সব্বদুখবিমুখণিং ( সর্বদুঃখবিমােক্ষণী) মিগচারিং (মৃগচর্যা = দীক্ষা) চরিমি ( আচরণ করিব = গ্রহণ করিব ) ( মাতাপিতা বলিল) পুত্ত (হে পুত্র ) হাসুহং ( যথাসুখ = যথেচ্ছ ) গচ্ছ ( গমন কর) ॥৮৫|| | হে মাতাপিতা, তােমাদিগের দ্বারা আদিষ্ট হইয়া আমি সর্বদুঃখ হইতে মুক্তি প্রদানকারিণী দীক্ষাগ্রহণ করিয়া বিচরণ করিব। মাতাপিতা বলিল, হে পুত্র, যথেচ্ছ গমন কর ॥৮৫।
এবং সাে অম্মাপিয়রাে, অণুমাণিত্তাণ বহুবিহং।
মমত্তং ছিংদঈ তাহে, মহাণাগু ব্ব কংচুঅং ॥৮৬|| এবং ( এইরূপে ) সস (সে=মৃগাপুত্র ) অম্মাপিয়রাে ( মাতাপিতার নিকট ) বহুবিহং (বহুবিধ =বহুপ্রকারে) অণুমাণিত্তা (অনুজ্ঞা প্রাপ্ত হইয়া) মহাগু ব্ব
১। অম্মাপিউহিং অণুন্নাও’ টীকা ১। অম্মাপিউহিংহণুন্নাও’ টীকা ৩। ২। “তুঝেহিং’ টীকা ১। ৩। “সমন্নও’ টীকা ১। ৪। অম্মাপিয়রং’ টীকা ৩।