SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 351
Loading...
Download File
Download File
Page Text
________________ ৩৩৪ উত্তরাধ্যয়ন সূত্র এবং সমুটঠি ভি, এবমেব অণেগগাে। মিগচারিয়ং চরিত্তাণং, উড ঢং পক্কমঈ দিসং ॥৮২। এবং (এইরূপে ) সমুটুঠিএ (সমুখিত = সংযমে উদ্যত, সংযমে স্থিত) ভিখ ( ভিক্ষু ) এবমেব (এইরূপে = মৃগের ন্যায়) অণগগগ ( অনেকগ = অনেক স্থানে গমনকারী, অনিয়ত স্থান বিহারী ) ( হইয়া) মিগচারিয়ং চরিত্রাণং (মৃগচর্যায় বিচরণ করিয়া =আহার ও পানীয়ের জন্য ইতস্ততঃ বিচরণ করিয়া) উড ঢং দিসং ( উধ্ব দিকে মুক্তির দিকে) পঙ্কমঈ ( গমন করে ) ॥৮২। এইরূপে সংযমে স্থিত ভিক্ষু মৃগের ন্যায় অনিয়ত স্থান বিহারী হইয়া ও আহার এবং পানীয়ের জন্য ইতস্ততঃ বিচরণ করিয়া মুক্তির দিকে গমন করে ||৮২। জহা মিএ এগে অণেগচারী, অণেগবাসে ধুবগােয়রে য়। এবং মুণী গােয়বিয়ং পবিটুঠো, নাে হীল নাে বি য়। খিংসএজ্জা ॥৮৩| জহা (যেমন ) মিএ (মৃগ ) এগে (এক =একাকী) ( হইয়াও) অণেগচারী। ( অনেকচারী=অনেক স্থানে বিচরণকারী) অণেগবাসে (অনেকবাস=অনেক স্থানে বাসকারী ) য় (ও) ধুবগােয়রে (ধ্রুবগােচর =গােচর করিয়াই অর্থাৎ ইতস্ততঃ বিচরণ করিয়াই যে আহার করে এক স্থানে আহার করে না) এবং ( তদ্রুপ) মুণী (মুনি) গােয়রিয়ং পবিটুঠো (গােচরে প্রবিষ্ট=নানাস্থান হইতে খাদ্যান্বেষণে নিযুক্ত ) ( হইয়া ) ( খাদ্যদ্রব্য নীরস ও তুচ্ছ হইলেও সেই খাদ্যদ্রব্যকে ) নাে হীলএ ( অবহেলা করিবে না) য় (ও) নাে বি থিংসজ্জা ( নিন্দাও করিবে না) ॥৮৩|| যেমন মৃগ একাকী হইয়াও অনেক স্থানে বিচরণ করে, অনেক স্থানে বাস করে ও অনেক স্থান হইতেই আহার্য সংগ্রহ করে তদ্রুপ মুনি অনেক স্থান হইতে খাদ্যান্বেষণে নিযুক্ত হইয়া (খাদ্যদ্রব্য নীরস ও তুচ্ছ হইলেও সেই খাদ্য দ্রব্যকে ) অবহেলা ও নিন্দা করে না ॥৮৩|| ১। অণেগ’ টীকা ৩ ও ৪। অণেগও’ টীকা ১। “মৃগবদনেকগগাহনেকস্থানে স্থিতােহনিয়তস্থানবিহারী” টীকা ১। ২। এগ’ টীকা ১ ও ৩। ৩। গােয়রিয়ঙ্গবিটুঠো’ টীকা ১।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy