________________
মৃগাপুত্ৰীয়
সব্বভবেস্থ অসায়া', বেয়ণ৷ বেইয়া মত্ৰ । ণিমিসংতরমিত্তং পি, জং সায়া নখি বেয়ণা ||৭৪৷
মএ ( আমার দ্বারা ) সব্বভবেস্থ ( সর্বভবে = সমস্ত জন্মে ) অসায়া ( অসাত= দুঃখপূর্ণ ) বেয়ণা ( বেদনা = দুঃখ ) বেইয়া ( অনুভূত হইয়াছে ) ণিমিসংতরমিত্তং পি ( নিমেষের অন্তর মাত্রও= নিমেষের ব্যবধান মাত্র কালের জন্যও ) জং (যাহা ) সায়া বেয়ণা ( সাত বেদনা=সুখানুভূতি ) নখি ( নাই ) ||৭৪||
আমি সমস্ত জন্মে দুঃখপূর্ণ বেদনা অনুভব করিয়াছি যাহাতে নিমেষের ব্যবধান মাত্র কালের জন্যও সুখানুভূতি নাই ॥৭৪৷
তং বিংতম্মাপিয়রো', ছংদেণং পুত্ত পব্বয়াত । ণবরং পুণ সামগ্নে, দুক্খং গ্নিপ্পড়িকৰ্ম্ময়াo ॥৭৫||
৩৩১
অম্মাপিয়রো ( মাতাপিতা ) তং ( তাহাকে = মৃগাপুত্রকে ) বিংতি ( বলিল ) পুত্ত ( হে পুত্ৰ ) ছংদেণং ( স্বচ্ছন্দে ) পব্বয়া (প্রব্রজ্যা গ্রহণ কর ) ণবরং ( কিন্তু ) পুণ ( আবার ) সামগ্নে ( শ্রামণ্যে = শ্রমণাচারে ) ণিপড়িকৰ্ম্ময়া ( নিপ্ৰতিকর্মতা=প্রতিকার না করা, রোগাদিক হইলে তাহার প্রতিকার না করা ) ( রূপ ) দুক্খং ( দুঃখ ) ( আছে ) ॥ ৭৫||
মাতাপিতা মৃগাপুত্রকে বলিল, হে পুত্র, তুমি স্বচ্ছন্দে প্রব্রজ্যা গ্রহণ কর কিন্তু শ্রমণাচারে রোগাদি হইলে তাহার কোনও প্রকার প্রতিকার না করা রূপ দুঃখ আছে ॥ ৭৫ ॥
সো বিংতম্মাপিয়রো, এবমেয়ং জহা ফুড়ং । পড়িকম্মং কো কুণঈ, অরগ্নে মিয়পক্খিণং ॥৭॥
সো ( সে= মৃগাপুত্ৰ ) বিংতি ( বলিল ) অম্মাপিয়রো ( হে মাতাপিতা ) জহা (যাহা বলিয়াছেন ) এবমেয়ং ( ইহা এইরূপই ) ফুড়ং ( স্ফুট =প্রকট, সত্য )
১। ‘অসায়া’ টীকা ২ ৷
২। ‘তংবিংতি অম্মাপিয়রে।' টীকা ১।
৩। ‘পব্বয়’ টীকা ১ ।
৪। “নির্গতা প্রতিকর্মতা নিঃপ্রতিকর্মতা, রোগোৎপত্তৌ প্রতিকারে। ন বিধেয়ঃ, চিকিৎসা
ন কর্তব্য!, ন চিন্তনীয়াপি” টীকা ৩।
৫। ‘পরিকল্পং' টাকা ৩ ৷