SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 349
Loading...
Download File
Download File
Page Text
________________ উত্তরাধ্যয়ন সূত্র ( কিন্তু ) অরশ্নে (অরণ্যে =বনে) মিয়পকৃথিণং (মৃগ ও পক্ষিগণকে ) কে। ( কে) পড়িকম্মং ( প্রতিকর্ম= প্রতিকার ) কুণঈ ( করে ? ) ॥৭৬৷৷ মৃগাপুত্র বলিল, হে মাতাপিতা, আপনারা যাহা বলিয়াছেন তাহা সত্য কিন্তু অরণ্যে পশু ও পক্ষিগণের কে প্রতিকার করে ? অর্থাৎ তাহাদের রােগ হইলে কে চিকিৎসা করে ? ॥৭৬ এগও অরণে বা, জহা উ চরঈ মিগগা। এবং ধম্মং চরিত্সামি, সংজমেণ তবেণ য় ॥৭৭। জহ৷ ( যেমন ) অরণে (বনে) মিগো (মৃগ ) এগৰু,ও (একাকী হইয়া) চরঈ ( বিচরণ করে) এবং ( তদ্রুপ) সংজমেণ (সংযমের দ্বারা) তবেণ য় (এবং তপস্যার দ্বারা) ধম্মং (ধর্ম) চরিমি ( আচরণ করিব ) ॥৭৭|| যেমন অরণ্যে মৃগ একাকী বিচরণ করে তােপ আমিও সংযম এবং তপস্যার দ্বারা একাকী ধর্ম আচরণ করিব ॥৭৭ জয়া মিগ আয়ংকো, মহারংমি জায়।। অচ্ছংতং রুখমূলংমি, কোণং তাহে চিগিচ্ছই ॥৭৮|| জয়া ( যদা =যখন ) মহারংমি (মহারণ্যে) মিগ ( মৃগের) আয়ংকে। ( আতঙ্ক =বােগ) জায়ঈ ( উৎপন্ন হয়) (তখন) রুখমূলংমি (বৃক্ষমূলে ) অচ্ছংতং ( অবস্থিত) তাহে (তাহাকে ) কোণং (কে) চিগিচ্ছঈ ( চিকিৎসা করে ?) ।৭৮|| | মহারণ্যে যখন পশুর রােগ উৎপন্ন হয় তখন বৃক্ষমূলে অবস্থিত সেই পশুকে কে চিকিৎসা করে ? ॥৭৮|| কো বা সে ওসহং দেই, কো বা সে পুচ্ছ সুহং। কে সে ভত্তং চ পাণং চ, আহরিত্ত, পণাম |৭|| সে (তাহাকে ) ওসহং (ঔষধ ) কো বা (কে বা) দেই ( দেয়?) কে বা (কে বা) সে (তাহাকে) সুহং ( সুখ = স্বাস্থ্য সম্বন্ধে ) পুচ্ছ জিজ্ঞাসা ১। এগভূও টীকা ১ ও ৩। ২। বিগচ্ছ’ টীকা ২। “তিগিচ্ছ’ টীকা ৪। ৩। “প্রণাময়েদঅর্পয়েৎ ‘অর্পে: প্রণাম ইত্যাদেশঃ প্রাকৃতে” টীকা ২।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy