SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 347
Loading...
Download File
Download File
Page Text
________________ উত্তরাধ্যয়ন সূত্র বসাও (বসা =চর্বি ) য় (ও) রুহিয়াণি ( রুধির ) পাইও মি ( আমাকে পান করান হইয়াছে) ৭০ | সুরা, সীধু, মৈরেয় ও মধু ইত্যাদি নানাপ্রকারের মদ্য তােমার প্রিয় ছিল এইরূপ বলিয়া পরমাধার্মিক দেবগণ অত্যন্ত উত্তপ্ত চর্বি ও রক্ত আমাকে পান করাইয়াছে ॥৭০ | ণিচ্চং ভীএণ তথেণ, দুহিণ বহিএণ য়। পরমা দুহসংবদ্ধা, বেয়া বেইয়া মএ ॥৭১। ণিচ্চং ( নিত্য ) ভীএণ ( ভীত ) তথেণ (স্ত ) দুহিণ ( দুঃখিত) য় (ও) বহিণ (ব্যথিত) পরমা (অত্যন্ত) দুহসংবদ্ধা (দুঃখসংবদ্ধ=দুঃখময় ) বেয়ণা (বেদনা) ম (আমার দ্বারা) বেইয়া (বেদিত হইয়াছে= অনুভূত হইয়াছে ) ॥৭১|| নিত্য ভীত, ত্রস্ত, দুঃখিত ও ব্যথিত হইয়া আমি অত্যন্ত দুঃখময় বেদনা অনুভব করিয়াছি ॥৭১। তিব্বচংডল্পগাঢ়াও, ঘােরাও অইদুহা। মহত্তয়াও ভীমাও, ণরএ বেইয়া মএ ৭২। তিব্বচংডল্পগাঢ়াও ( তীব্র, চণ্ড ও প্রগাঢ় ) ঘােরাও (ঘাের) অইদুসসহা ( অতিদুঃসহ) মহত্তয়াও (মহাভয়ানক ) ভীমাও ( ভীম =ভয়প্রদ) ( বেদনা) ণরএসু ( নরকে) মএ ( আমার দ্বারা) বেইয়া (বেদিত হইয়াছে ) ।৭২|| | আমি নরকে তীব্র, চণ্ড, প্রগাঢ়, ঘাের, অতিদুঃসহ, মহাভয়ানক ও ভয়প্রদ বেদনা অনুভব করিয়াছি ॥৭২। জারিসা মানুসে লাে, তায়া দীপংতি বেয়ণা। ইত্তো অণংতগুণিয়া, ণরএসু দুঃখবেয়ণ ॥৭৩ তায়া (হে তাত ) মানুসে লােএ (মনুষ্যলােকে ) জারিস (যেরূপ ) বেয়ণা (বেদনা) দীপংতি (দৃষ্ট হয় ) ণরএসু (নরকে) ইত্তো (ইহা অপেক্ষা) অণংতগুণিয়া (অনন্তগুণ ) দুঃখবেষণা (দুঃখ ও বেদনা) ( আছে) ॥৭৩। | হে পিতা, মনুষ্যলােকে যেরূপ দুঃখ ও বেদনা দৃষ্ট হয় নরকে তাহা অপেক্ষা অনন্তগুণ দুঃখ ও বেদনা অনুভব করিতে হয় ॥৭৩
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy