________________
মৃগাপুত্ৰীয়
( উত্তপ্ত হইয়া ) কলকল শব্দ করিতেছে এরূপ গলিত তাম্র, লৌহ, রাং, সীসা প্রভৃতি ধাতু আমাকে ভীষণ চিৎকার করিতে করিতেও পান করান হইয়াছে ॥৬৮৷
তুহং' পিয়াইং' মংসাইং, খংডাইং সোলগাণি য় ৷ খাবিও মি সমংসাইং, অগ্গিগ্নবাইং ণেগসো ॥৬৯৷
( পরমাধার্মিক দেবগণ কর্তৃক ) মংসাইং ( মাংস ) তুহং ( তোমার ) পিয়াইং ( প্রিয় ) ( এরূপ বলিয়া ) সমংসাইং ( স্বমাংস =আমার নিজের মাংস ) খংডাইং ( খণ্ড খণ্ড করিয়া ) য় ( ও ) সোলগাণি ( শিকে করিয়া পুড়াইয়া ) অগিবগ্লাইং ( তঅগ্নিবর্ণ = অত্যন্ত উত্তপ্ত ) অনেগসে। ( অনেকবার) খাবিও মি ( আমাকে খাওয়ান হইয়াছে ) ॥৬৯॥
মাংস তোমার প্রিয় এরূপ বলিয়া পরমাধার্মিক দেবগণ কর্তৃক আমার নিজের মাংস আমার শরীর হইতে কর্তন করিয়া তাহা খণ্ড খণ্ড করিয়া ও শিকে পুড়াইয়া অত্যন্ত উত্তপ্ত অবস্থায় আমাকে অনেকবার খাওয়ান হইয়াছে ॥৬৯৷
তুহং পিয়া সুরা৺ সীহঃ, মেরও য় মহুণি য ৷ পাইও' মি জলংতীও, বসাও রুহিরাণি য় ॥৭০৷৷৷
৩২৯
তুহং ( তুমি ) সুরা ( সুরা=মদ্য ) সীহু ( সীধু= তালের রস হইতে প্রস্তুত ম্য, তাড়ি ) মেরও ( মৈরেয় = ভাতের পিষ্টক হইতে তৈয়ারী ম্য ) য় (ও) মণি ( মধু=মহুয়া প্রভৃতি পুষ্প হইতে প্রস্তুত ম্য ) পিয়া ( প্রিয় ) ( ছিল এইরূপ বলিয়া ) জলংতীও ( জ্বলন্ত = অত্যন্ত উত্তপ্ত )
১। ‘তুঽপ্পিয়াহং’ টীকা ৩ ।
২। ‘সুল্লগাণি’ টাকা ৩।
৩। “সুরা চন্দ্রহাসাভিধং মদ্যং” টীকা ১।
৪। “সীধুত্তালবৃক্ষদুগ্ধোদ্ভব।” টীকা ১ ।
৫। ‘মেরেঈ’ টীকা ১। “মেরেঈ ইতি পিষ্টোভবা শাটিতোৎপন্নান্নরস।” টীকা ১ ।
৬। “মধুনি পুষ্পোদ্ভবানি ম্যানি” টীকা ১ ।
৭। 'পজ্জিও মি' টীকা ৩।