SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 345
Loading...
Download File
Download File
Page Text
________________ ৩২৮ উত্তরাধ্যয়ন সূত্র কুহাড়ফরমাঈহিং, বইহিং দুমো বিব। কুট্টিও ফালিও ছিন্নো, তচ্ছিও য় অণতসে। ৬৬|| (আমাকে) দুমাে বিব ( জুমের ন্যায় =বৃক্ষের ন্যায় ) অণতসে (অনন্তবার) বইহিং (বর্ধকির দ্বারা=সূত্ৰধারের দ্বারা) কুহাড়ফরমাঈহিং (কুঠার, পরশু প্রভৃতি অস্ত্রে) কুট্টি ও (কুটিত =খণ্ড খণ্ড কৃত) ফালিও (স্ফাটিত = ফাড়া হইয়াছে) ছিন্নো (ছেদন করা হইয়াছে ) য (ও) তচ্ছিও ( তক্ষিত = ছাল ছাড়ান হইয়াছে) ॥৬৬|| | আমাকে বৃক্ষের ন্যায় সূত্ৰধারকর্তৃক কুঠার, পরশু প্রভৃতি দ্বারা খণ্ড খণ্ড করা হইয়াছে, ফাড়া হইয়াছে, ছেদন করা হইয়াছে ও আমার ছাল ছাড়ান হইয়াছে ॥৬৬ চবেড়মুটুঠিমাঈহিং, কুমারেহিং অয়ং পিব। তাড়িও কুটিও ভিগ্নো, চুন্নিও য় অণতসাে॥৬৭৷ কুমারেহিং (কুমারের দ্বারা =কর্মকারের দ্বারা) অয়ং পিব (লৌহের ন্যায় ) ( আমি পরমাধার্মিক দেবগণের দ্বারা) চবেড়মুঠিমাঈহিং (চপেট, মুষ্টি প্রভৃতি দ্বারা) তাড়িও (তাড়িত=আহত) কুট্টিও (কুট্টিত=র্থেতলানাে হইয়াছি) ভিগো (ভিন্ন = ছিন্ন ) চুন্নিও ( চূর্ণিত) অণংতসস (অনন্তবার) ( হইয়াছি) ॥৬৭ | লৌহকার যেমন লৌহকে আঘাত করে তােপ পরমাধার্মিক দেবগণ কর্তৃক আমি অনন্তবার আঘাতপ্রাপ্ত, থেঁতলা, ছিন্ন ও চূর্ণিত হইয়াছি ॥৬৭ তাইং তংবলােহাইং, তউয়াইং সীসগাণি য়। পাইয়াে কলকলংতাইং, আরসংতত সুভেরবং ॥৬৮|| তাইং (তপ্ত =উত্তাপের দ্বারা গলিত) কলকলংতাইং (কলকলন্ত =কলকল শব্দ করিতেছে এরূপ ) তবলােহাইং (তাম্র ও লৌহ) তউয়াইং (পুক = রাং) সীসগাণি য় (ও সীসকাদি) সুভেরবং (সুভৈরব=অতি ভীষণ ) আরসংততা ( চিৎকার করিতে করিতে ) (আমাকে) পাইয়ে (পায়িত = পান করান হইয়াছে ) ॥৬৮|| ১। “তক্ষিতশ্চ গপনয়নতঃ” টীকা ২। ২। “পুকানি কস্তীরকানি” টাকা ।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy