________________
মৃগাপুত্ৰীয় সঁড়াশীর ন্যায় মুখ ও লৌহের ন্যায় কঠিন চঞ্চু বিশিষ্ট ঢঙ্ক ও গৃধ পক্ষিগণের দ্বারা আমি বিলাপ করিতে করিতে অনন্তবার বলপূর্বক ছিন্নভিন্ন হইয়াছি ॥৫৮||
তহাকিলংতত ধাবংতে, পতো বেয়রণিং ৭ইং।
জলং পাহিংতি চিংতংতত, খুরধারাহিং বিবাঈও ৫৯। তহাকিলংতত (তৃষ্ণাক্লান্ত ) ( হইয়া) ধাবংততা (দৌড়াইতে দৌড়াইতে) বেয়রণিং ৭ইং (বৈতরণী নদী) পত্তো (প্রাপ্ত =উপস্থিত হইয়া) জলং (জল) পাহিংতি ( পান করিব এরূপ) চিংতংততা ( চিন্তা করিতে করিতে ) খুরধারাহিং (ক্ষুরধারার দ্বারা ক্ষুরধারার ন্যায় নদীর জলাের্মির দ্বারা) বিবাঈও (ব্যাপাদিত) (হইলাম ) ॥৫৯|| | তৃষ্ণার দ্বারা ক্লান্ত হইয়া দৌড়াইতে দৌড়াইতে বৈতরণী নদীতে উপস্থিত হইয়া জলপান করিব এরূপ চিন্তা করিতে করিতেই ক্ষুরধারার ন্যায় সেই নদীর জলাের্মির দ্বারা ব্যাপাদিত হইলাম ॥৫৯।
উহাভিতত্তো সংপভো, অসিপত্তং মহাবণং।
অসিপত্তেহিং পড়তেহিং, ছিন্নপুব্বো অণংতস ॥৬০|| উহ্নভিতত্তো (উষ্ণাভিতপ্ত= গ্রীষ্মের দ্বারা পীড়িত ) ( হইয়া ছায়া পাইবার জন্য ) অসিপত্তং (অসিপত্র নামক = যাহার বৃক্ষের পত্রগুলি অসির ন্যায় ধার বিশিষ্ট) মহাবণং (মহাবন =বৃহদণ্য (সংপতে (সংপ্রাপ্ত) ( হইলে ) পড়তেহিং (পতিত হইতেছে এইরূপ ) অসিপত্তেহিং ( অসিপত্রের দ্বারা) অণংতসস (অনন্তবার) ছিঃপুব্বো (পূর্বে ছিন্ন হইয়াছি- কর্তিত হইয়াছি) ॥৬০||
গ্রীষ্মের দ্বারা পীড়িত হইয়া ছায়া প্রাপ্তির জন্য অসিপত্র নামক মহাবনে উপস্থিত হইলে বৃক্ষশাখা হইতে পতিত হইতেছে এইরূপ অসির ধারের ন্যায়
১। “পিহংতি টীকা ১। পাহংতি টীকা ৩।
২। “বৈতরণী নদ্যাঃ জলং হি ক্ষুরধারায়ং গলচ্ছেকমন্তীতিভাবঃ” টীকা ১। “ক্ষুরধারাভিরিব ক্ষুরধারাভিঃ জলোৰ্ম্মিভিরিতি শেষঃ” টীকা ২।
৩। “অসয়ঃ খঙ,গাস্তদ্বদ্ভেদকতয়া পত্রাণি যস্মিংস্তদসিপত্র” টীকা ২। ৪৭ ‘অণেগসো টীকা ৩।