________________
৩২৪ :
উত্তরাধ্যয়ন সূত্র তােত্তজুত্তেহিং (তােত্র ও যােক্তে র দ্বারা=চাবুক ও নাকের দড়ি দিয়া) চোইও (প্রেরিত =পরিচালিত ) ( হইয়াছি) জহ (এবং) রােক্সে বা (পশুর ন্যায়) পাড়িও (পাতিত হইয়াছি=প্রহারের দ্বারা ভূপাতিত করিয়াছে) ॥৫৬||
আমি পরবশ হইয়া লৌহময় গাড়ীতে জ্বলন্ত জোয়াল ও কীলকে পরমাধার্মিক দেবগণের দ্বারা যােজিত হইয়াছি। চাবুকের প্রহার ও নাকে দড়ি দিয়া আমাকে চালাইয়াছে এবং প্রহার করিয়া পশুর ন্যায় ভূপাতিত করিয়াছে ॥৫৬
| হুয়াসণে জলংতংমি, চিয়াসু মহিসো বিব।
দড়টো পক্কো য় অবসস, পাবকন্মেহিং পাবিও ॥৫৭ পাবকস্মেহিং (পাপকর্মের দ্বারা) পাবিও (প্রাবৃত=বেষ্টিত ) (ও) অবসাে ( অবশ =পরবশ ) ( হইয়া আমি ) চিয়াসু (চিতাতে ) মহিসাে বিব (মহিষের ন্যায়) জলংতংমি ( জ্বলন্ত ) হুয়াসণে (হুতাশনে) দড়ঢ ( দগ্ধ ) য় (ও) পক্কো ( পৰু ) ( হইয়াছি ) ॥৫৭।
পাপকর্মের দ্বারা বেষ্টিত ও পরবশ হইয়া আমি চিতাতে মহিষগণকে যেমন দগ্ধ করে তােপ জ্বলংত অগ্নিতে দগ্ধ ও পক্ক হইয়াছি ॥৫৭।
বলা সংডাসতুংডেহিং, লােহতুংডেহিং পখিহিং।
বিলুত্তো বিলুবংতাে’ হং, ঢংকগিদ্ধেহিং ণংতসাে॥৫৮ সংডাসতুংডেহিং ( সংশতুণ্ড=সঁড়াশির ন্যায় মুখ বিশিষ্ট) (ও) লােহতুংডেহিং (লৌহতুণ্ড =লৌহের ন্যায় কঠোর মুখ অর্থাৎ চক্ষু বিশিষ্ট) ঢংকগিদ্ধেহিং (ঢঙ্ক ও গৃ৮ ) পখিহিং (পক্ষীদিগের দ্বারা) অহং (আমি) বিলুবংততা ( বিলাপ করিতে করিতে) অণংতসাে (অনন্তবার) বলা ( বলপূর্বক ) বিলুত্তো ( বিশেষ প্রকারে ছিন্নভিন্ন ) ( হইয়াছি ) ॥৫৮||
১। “দদ্ধে’ টীকা ৩।
২। “প্রাবৃতো বেষ্টিতঃ সন্” টীকা ১। “পাবিতে ত্তি পাপমস্যাস্তীতি পাপিকঃ” টীকা २७ ७। | ৩। “বিশেষেণ লুপ্তো বিলুপ্তঃ, নাসানেত্ৰান্ত্রকালেয়াদিষু চুষ্টিত ইত্যৰ্থঃ “টীকা ১। “বিলুপ্তো বিবিধং ছিন্ন” টীকা ২ ও ৩।
৪। “বিলবংতাে’ টীকা ১ ও ৩।