________________
মৃগাপুত্রীয় ( ভূমিতে পতিত ) ফাড়িও (স্ফাটিত =পুরাতন বস্ত্রের ন্যায় বিদারিত) ( ও) ছিন্নো ( ছিন্ন =শূকর ও কুকুরের দংষ্ট্রার দ্বারা ছিন্ন ) ( হইয়াছি ) ॥৫৪।
বরাহ ও কুকুরের রূপধারী শ্যাম ও শবল নামক পরমাধার্মিক দেবের দ্বারা আমি চিৎকার ও ছটফট করিতে করিতে অনেকবার ভূপাতিত, বিদারিত ও ছিন্ন হইয়াছি ॥৫ ৪||
অসীহিং অয়সিবাহিং, ভল্লীহিং পট্টিসেহি য়।
ছিগো ভিগ্নো বিভিগ্নোয়, ওইগো পাবকস্মাণ ॥৫৫|| (আমি) পাবকম্মুণা ( পাপকর্মের দ্বারা) ওইন্নো ( অবতীর্ণ =নরকে উৎপন্ন হইয়া অথবা উদীৰ্ণ =প্রেরিত হইয়া) অয়সিবাহিং ( অতসীবর্ণের =অতসীপুষ্পবর্ণের, পীত বর্ণের) অসীহিং (অসির দ্বারা =খঙ্গের দ্বারা) ভল্লীহিং ( ভল্লীর দ্বারা =ভল্ল বা বর্শার দ্বারা) য় (ও) পট্টিসেহি ( পটিশের দ্বারা = বিশেষ প্রকারের প্রহরণের দ্বারা) ছিন্নো (ছিন্ন =দ্বিধাকৃত, দুই খণ্ড করিয়া দেওয়া ) ভিগ্নো ( ভিন্ন = বিদারিত) য় (ও) বিভিন্না ( বিভিন্ন =খণ্ড খণ্ড করিয়া দেওয়া ) ( হইয়াছি ) | ৫||
পাপকর্মের দ্বারা নরকে উৎপন্ন হইলে পীতবর্ণের অসি, ভল্ল ও পটিশ প্রভৃতি প্রহরণের দ্বারা আমার শরীরকে ছিন্ন ভিন্ন ও খণ্ড খণ্ড করিয়া দেওয়া হইয়াছে ॥৫৫||
অবসাে লােহরহে জুতো, জলংতে সমিলাজু।
চোইও তােত্তজুত্তেহিং, রােত্মো বা জহ পাড়িও ॥৫৬। ( আমি) অবসাে ( অবশ =পরবশ হইয়া) লােহরহে (লৌহরথে = লৌহ নির্মিত গাড়ীতে) জলংতে ( জ্বলন্ত ) সমিলাজুএ (যুগ অর্থাৎ জোয়াল ও সমিলা অর্থাৎ তাহার ছিদ্রে দিবার কীলকে) জুতো (যােজিত হইয়াছি )
| ১। উববন্নো’ টীকা ৩। “উদীর্ণ: প্রেরিতঃ স” টীকা ১। “অবতীর্ণো নরকে ইতি গম্যতে” টীকা ২ ও ৩।
২। “সমিলা যুগরক্ষেপণীয়কীলিকা যুগস্তু ধূসরঃ” টীকা ১।
৩। তােত্রাণি প্ৰাজনকানি পুরাণকাদীনি যােক্তাণি নাসাপ্রেতবদ্ধরঙ্গুবন্ধনানি” টীকা ১।
৪। “রােঙ্কো বা ইতি গবয়ব ইব” টীকা ১। “রােত্মঃ পশুবিশেষঃ” টীকা ২।