________________
৩২২
উত্তরাধ্যয়ন সূত্র
| অতি তীক্ষ্ণ কণ্টকাকীর্ণ, উচ্চ শাল্মলীবৃক্ষে রঞ্জু দ্বারা বদ্ধ হইয়া পরমা ধার্মিক দেবগণের কৃত দুঃসহ আকর্ষণ ও বিপ্রকর্ষণের দ্বারা আমি খেদ প্রাপ্ত হইয়াছি ॥৫২৪
মহাজংতে উচ্ছ, ব’, আরসংতত সুভেরং।
পীলিওমি সকম্মেহিং, পাবকম্মাে অণংতসাে॥৫৩ পাবকম্মাে (পাপকর্মা = পাপকর্মকারী) (আমি) সুভেরবং (সুভৈরব = ভয়ানক ) আরসংততা ( চিৎকার করিতে করিতে ) সকম্মােহিং ( স্বকৃত কর্মের প্রভাবে =স্বকৃত হিংসাদি পাপকর্মের প্রভাবে ) মহাজংতেসু (মহাযন্ত্রে ) উচ্ছ, ব (ইক্ষুর ন্যায় ) অণংতসস (অনন্তবার) পীলিওমি (পীড়িত হইয়াছি= নিপীড়িত হইয়াছি, নিষ্পেষিত হইয়াছি) ॥৫৩
পাপকর্মকারী আমি ভয়ানক চিৎকার করিতে করিতে স্বকৃত পাপকর্মের ফলে মহাযন্ত্রে অনন্তবার ইক্ষুর ন্যায় নিষ্পেষিত হইয়াছি ॥৫৩||
কূবংতাে কোলসুণএহিং২, সামেহিংসবলেহি য়।
পাড়িও ফাড়িও ছিন্নো, বিফুরংতত অণেগসাে ॥৫৪। কোলসুণএহিং (বরাহ ও কুকুরের রূপধারী) সামেহিং ( শ্যাম নামক পরমাধার্মিক দেবের দ্বারা) য় (ও) সবলেহি (শবল নামক পরমাধার্মিক দেবের দ্বারা) (আমি) কুবংতাে ( চিৎকার করিতে করিতে ) (ও) বিপফুরংততা ( বিস্ফুর= ছটফট করিতে করিতে ) অণেগসো ( অনেকবার) পাড়িও
১। ‘বা’ টীকা ২ ও ৩। | ২। “কোলশুনকৈর্বরাহকুকুররূপধরিভির্নেবৈঃ” টীকা ১।
৩। প্রথম তিনটি নরকে অসুর নিকায়ের এক বিশেষ প্রকারের দেবতা থাকে যাহারা নারকীয় জীবগণকে তীব্র যন্ত্রণা প্রদান করে এবং তাহাতেই আনন্দানুভব করে। নারকীয় জীবগণের অনপবর্তনীয় আয়ু থাকায় তাহাদিগকে করাতের দ্বারা ছেদন করিলেও তাহাদের মৃত্যু হয় না। তাহাদের শরীর পারদের ন্যায়, পুনরায় একত্রিত হইয়া যায়। পরমাধার্মিক দেবগণ পঞ্চদশ প্রকার যথা—অম্ব, অম্বরীষ, শ্যাম, শবল, রুদ্র, অপরুদ্র, কাল, মহাকাল, অসিপত্র, ধনু, কুম্ভ, বালুকা, বেদন, খরস্বর ও মহাঘােষ। ইহারা বরাহ, কুকুর প্রভৃতি নানাবিধ বীভৎস রূপধারণ করিয়া নারকীয় জীবগণকে নানা প্রকার যন্ত্রণা দেয়। তত্ত্বার্থাধিগম সূত্রের তৃতীয় অধ্যায়ের ৫ম সূত্রের ব্যাখ্যা ও টীকা ১। দ্রষ্টব্য।