________________
মৃগাপুত্ৰীয়
৩২১ ভীষণ দাবাগ্নির ন্যায় উষ্ণ ও বজ্রের ন্যায় কঠোর বালুকাযুক্ত মরুভূমিতে কদম্ব বালুকা নামক নদীর পুলিনে আমি পূর্বে অনন্তবার দগ্ধ হইয়াছি ॥৫০
| দ্বিতীয় অর্থ। মহাদবগগিসংকসে ( ভীষণদাবাগ্নির তুল্য) মরুম্মি ( মরুভূমিতে) কলংববালুয়া (কদম্ব বালুকা নামক নদীর ) বইবালুএ (বজ্রবালুকা পুলিনে) তৎপরে পূর্ববৎ ॥৫০ | | মহাদাবাগ্নির ন্যায় উষ্ণ মরুভূমিতে কদম্ববালুকা নামক নদীর বজ্রের ন্যায় কঠোর বালুকাবিশিষ্ট পুলিনে আমি পূর্বে অনন্তবার দগ্ধ হইয়াছি ॥৫০ |
রসংতো কংদুকুংভী, উড়ঢ়ং বদ্ধো অবধবাে।
করবকরকয়াঈহিং, ছিন্নপুব্বো অণংতসাে॥৫১। কংদুকুংভীসু (ককুম্ভীতে) উড ঢং ( উধ্বে) বদ্ধো (বদ্ধ ) ( হইয়া) অবধবে ( অবান্ধব =অসহায়) (ও) রসংতত (চিৎকার করিতে করিতে) করবকরকয়াহিং ( করপত্ৰক্ৰকচাদি শস্ত্রের দ্বারা=করাত ও ক্রকচাদি শস্ত্রের দ্বার) অণতসস (অনন্তবার) ছিন্নপুব্বো (পূর্বে ছিন্ন হইয়াছি=পূর্বে আমাকে ছেদন করা হইয়াছে ) ॥৫১। | ককুম্ভীতে উর্ধ্বে বদ্ধ হইয়া চিৎকার করিতে করিতে অসহায় অবস্থায় করাত ও ঐকচাদি শস্ত্রের দ্বারা পূর্বে অনন্তবার আমাকে ছেদন করা হইয়াছে ৫১
অইতিকৃথকংটগাইগ্নে, তুংগে সিংবলিপায়বে।
| খেদিয়ং পাসবদ্ধেণং, কড ঢােকড ঢাহিং দুরং |৫২। অইতিকৃথকংটগাইগ্নে ( অতি তীক্ষ্ণ কণ্টকাকীর্ণ ) তুংগে (তুঙ্গ =উচ্চ ) সিংবলিপায়বে (শাল্মলী পাদপে ) পাসদ্ধেণং (পাশবদ্ধ হইয়া) (আমি) দুরং ( দুষ্কর =দুঃসহ) কড ঢকড ঢাহিং ( কৰ্ষণাপকর্ষণের দ্বারা = আকর্ষণ ও বিপ্রকর্ষণের দ্বারা) খেদিয়ং (খিন্ন হইয়াছি =ক্লেশ অনুভব করিয়াছি) ॥৫২।
১। কংটকাইন্নে’ টীকা ২। কংটয়াইগ্নে’ টীকা ১।
২। “খেবিয়ং’ টীকা ১ ও ৩। “ক্ষেপিতং পূর্বোপার্জিতং কর্মানুভূতং ময়া যানি কমাণুপার্জিতানি তানি ভুক্তানীতি শেষ” টীকা ১। খবিয়ং’ টীকা ২। “ক্ষপিতং নিজীর্ণং পাপমিতি গম্যতে” টীকা ২।
২১