________________
৩২৬
উত্তরাধ্যয়ন সূত্র
তীক্ষ ধার বিশিষ্ট পত্রসমূহের দ্বারা পূর্ব পূর্ব জন্মে অনন্তবার কর্তিত
হইয়াছি ॥৬০।
মুগুরেহিং মুসংদীহিং, সুলেহিং মুসলেহি য়।
গয়াসং ভগ্নগত্তেহিং, পত্তং দুক্খং অণতসাে॥৬১। মুগুরেহিং (মুরের দ্বারা) মুসংদীহিং (মুসংদী নামক শস্ত্রের দ্বারা) সূলেহিং (শূলের দ্বারা) য় (ও) মুসলেহি ( মুষলের দ্বারা) গয়াসং (গতাশ = হতাশ ) (ও) ভগগত্তেহিং (ভগ্নগাত্র ) ( হইয়া) অণংতসে। ( অনন্তবার) দুকথং (দুঃখ ) পত্তং (প্রাপ্ত ) ( হইয়াছি) (অথবা) গয়াসংভগগত্তেহিং ( গদার দ্বারা সংভগ্নগাত্র) (হইয়া—ইত্যাদি) ॥৬১।
মূৰ্গর, মুসংটী, শূল, মুষল ও গদার দ্বারা সংভগ্নগাত্র হইয়া আমি অনন্তবার দুঃখ প্রাপ্ত হইয়াছি। (অথবা মুদগর, মুসংটী, শূল ও মুষলের দ্বারা ভগ্নগাত্র ও হতাশ হইয়া অনন্তবার দুঃখপ্রাপ্ত হইয়াছি) ॥৬১||
খুরেহিং তিক্খধারাহিং, ছুরিয়াহিং কল্পণীহি য়।
কপ্নিও ফালিও ছিন্নো, উক্কিত্তো' য় অণেগসাে॥৬২। তিধারাহিং ( তীক্ষধারবিশিষ্ট) খুরেহিং (ক্ষুরের দ্বারা) ছুরিয়াহিং ছুরিকার দ্বারা) য় (ও) কল্পণীহি (কল্পণীর দ্বারা =কর্তরীর দ্বারা) অণেগসাে ( অনেকবার কপ্পিও (কল্পিত =কর্তিত) ফালিও (স্ফাটিত =বিদারিত) ছিন্নো ( ছিন্ন =খণ্ডিত ) য় (ও) উক্কিত্তো ( উৎকৃত চামড়া ছাড়ান হওয়া ) ( হইয়াছি ) ।৬২।
তীক্ষ্ণধীর ক্ষুর, ছুরিকা ও কর্তরীর দ্বারা আমি অনেকবার কর্তিত, বিদারিত ও ছিন্ন হইয়াছি এবং আমার শরীর হইতে চামড়া ছাড়ান হইয়াছে ॥৬২।
পাসেহিং কৃড়জালেহিং, মিও বা অবসাে অহং।
বাহিও বদ্ধরুদ্ধে য়, বহুসসা চেব বিবাঈও ॥৬৩ অহং (আমি) মিও বা (মৃগের ন্যায়) অবসস ( বিবশ হইয়া) পাসেহিং
১। “মুহংটীহিং’ টীকা ৩। ২। “উৎকৃতঃ শরীর দূরীকৃত চমেত্যর্থঃ” টীকা ১। ৩| ‘বিবস’ টীকা ২ ও ৩।