________________
মৃগাপুত্ৰীয় মএ (আমার দ্বারা) সারীর মাণসা ( শারীরিক ও মানসিক) ভীমাও (ভীষণ) বেয়ণাও (বেদনা) অণংতমাে ( অনন্তবার) সােঢ়াও (সহ হইয়াছে) য়। (এবং) দুক্খভয়াণি (দুঃখ ও ভয়) অসইং ( অসকৃৎ = বারংবার (সহ করা হইয়াছে ) ॥৪৫||
আমি শারীরিক ও মানসিক ভীষণ বেদনা অনন্তবার সহ্য করিয়াছি এবং দুঃখ ও ভয় বারংবার সহ্য করিয়াছি ॥৪৬||
জরামরণকংতারে, চাউরংতে ভয়াগরে ।
মএ সােঢ়াণি ভীমাণি, জন্মণি মরণাণি য় ॥৪৬|| জরামরণকংতারে ( জরামরণের ভীষণ বনে) ভয়াগরে (ভয়াকর=ভয়ানক বিপদসঙ্কুল ) চাউরংতে (চাতুরন্ত সংসারে=দেব, মনুষ্য, নরক ও তির্যক এই চারি প্রকার গতিযুক্ত সংসারে ) ভীমাণি (কষ্টপ্রদ) জন্মণি (জন্ম) য় (ও) মরণাণি ( মরণ ) ম (আমার দ্বারা) সােঢ়াণি (সহ্য হইয়াছে ) ॥৪৬||
জরামরণের ভীষণ বনরূপ বিপদসঙ্কুল চতুর্গতি সংসারে কষ্টপ্রদ বহু জন্ম ও মরণ আমি সহ্য করিয়াছি ॥৪৬||
জহা ইহং অগণী উহো, ইত্তেণংতগুণে। তহিং।
ণরএসু বেয়ণা উহ্ন, অয়া বেইয়া মএ ॥৪৭ জহা (যেমন ) ইহং (এখানে=এই পৃথিবীতে ) অগণী (অগ্নি) উহো ( উষ্ণ ) ( হয় ) ইভা (ইহা অপেক্ষা) তহিং (সেই) ণরএসু (নরকে) অণংতগুণে (অনন্ত গুণ) উহ্ন ( উষ্ণ ) অসায়া (অসাত= দুঃখদায়ক) বেয়ণা (বেদনা) মএ ( আমার দ্বারা) বেইয়া (বেদিতা = ভােগ করা হইয়াছে ) ॥৪৭||
| যেমন এই পৃথিবীতে অগ্নি উষ্ণ তাহা অপেক্ষা অর্থাৎ সেই অগ্নির উষ্ণতা অপেক্ষা অনন্তগুণ উষ্ণতাজনিত দুঃখদায়ক বেদনা আমি নরকে সহ্য করিয়াছি ॥৪৭।
১। প্রথম তিনটী নরকে জলবায়ু ও ভূমিতল অত্যন্ত উষ্ণ। তন্মধ্যে আবার প্রথম হইতে দ্বিতীয় ও দ্বিতীয় হইতে তৃতীয় নরক ক্রমশঃ উষ্ণতর। চতুর্থ নরকে উষ্ণতার আধিক্য ও শৈত্যের অল্পতা অর্থাৎ উষ্ণ শীত, পঞ্চমে শৈত্যের আধিক্য ও উষ্ণতার অল্প অর্থাৎ শীতােষ্ণ। যষ্ঠে তীব্র শীত ও সপ্তমে তীব্রতর শীত। এই উষ্ণতা ও শৈত্যের দ্বারা নারকীয় জীব অত্যন্ত কষ্ট প্রাপ্ত হয়। নরকের বর্ণনার জন্য ৫১২ সূত্রের ১নং পাদটীকা দ্রষ্টব্য।
২। অসায়া টীকা ১।