________________
মৃগাপুত্ৰীয়
৩১৭
করা ) সুদুরং (সুদুষ্কর) হােই (হয়) তহ (তদ্রুপ ) জে (যে ) তারুমে ( তারুণ্যে =তরুণাবস্থায় ) সমণত্তণং (শ্ৰমণত্ব=শ্রামণ্য, শ্রমণধর্ম ) করেউং ( করা =অঙ্গীকার করা ) দুরং ( দুষ্করং) ৩৯। | যেমন প্রদীপ্ত অগ্নিশিখা পান করা অত্যন্ত দুষ্কর তদ্রুপ তরুণাবস্থায় শ্রমণধর্ম অঙ্গীকার করা দুষ্কর ॥৩৯||
জহা দুক্খং ভরেউং জে, হােই বায় কোখলাে। তহা দুখং করেউং জে, কীবেণং সমণত্তণং ৪০ |
জহা (যেমন ) কোখলাে (বস্তুনির্মিত আধার বা থলে) বায়স (বায়ুর দ্বার) ভরেউং (ভর) দুক্খং ( দুঃখজনক =দুষ্কর) তহা (তদ্রপ ) কীবেণ (ক্লীবের দ্বারা=হীনবীর্য পুরুষের দ্বারা) সমণত্তণং (শ্ৰমণধর্ম ) করেউং (পালন করা ) দুখং (দুঃখজনক) ॥৪৩||
যেমন বস্তুনির্মিত থলে বায়ুর দ্বারা পূরণ করা দুষ্কর তদ্রুপ হীনবীর্য পুরুষের দ্বারা শ্ৰমণধর্ম পালন করা দুষ্কর ॥৪ •||
জহা তুলাএ তােলেউং, দুক্করং মংদরে। গিরি।
তহা ণিহুয় ণিসংকং, দুক্করং সমণত্তণং ॥৪১। জহা (যেমন ) মংদরে গিরি ( মন্দর গিরি=মেরুপবত) তুলাএ (তুলাদণ্ডে) তােলেউং (তােলয়িতুং= ওজন করা, পরিমাপ করা ) দুরং (দুষ্কর) তাহা। ( তদ্রুপ) ণিহুয় ( নিভৃত= নিশ্চল, বিষয়াদির অভিলাষের দ্বারা যাহার চিত্ত বিক্ষুব্ধ হয় না) ণিসংকং ( নিঃশঙ্ক =শঙ্কারহিত) (হইয়া) সমণত্তণং (শ্ৰমণত্ব =শ্ৰমণ ধর্ম ) (পালন করা ) দুরং (দুষ্কর ) ॥৪১||
যেমন মেরুপবতকে তুলাদণ্ডে পরিমাপ করা দুষ্কর তদ্রপ বিষয়াদির দ্বারা অবিক্ষুব্ধ ও শঙ্কারহিত হইয়া শ্ৰমণধর্ম পালন করা দুষ্কর ॥৪১।
জহা ভুয়াহিং তরিউং, দুরং রয়ণায়রাে। | তহা অণুবসংতেণং, দুরং দমসায়রাে॥৪২৷
১। কুথললা” টীকা ১। “বস্ত্রময়ং ভাজনং” টীকা ১। হিন্দিতে ‘কোথলা’ বা ‘কোথলী’ বলে।
২। “নিভৃতং নিশ্চলং বিষয়াভিলাষাদিভিরক্ষোভ্যং” টীকা ৩।