________________
উত্তরাধ্যয়ন সূত্র
( সাগরের ন্যায় = সাগর পার হওয়া যেমন দুষ্কর ) ( তদ্রূপ ) গুণোদহী ( গুণোদধি=সংযমরূপ সমুদ্র ) তরিয়ব্বো ( পার হওয়া ) ( দুষ্কর () ||৩৬||
আকাশে গঙ্গাস্রোত যেমন দুস্তর অর্থাৎ হিমালয় হইতে পতিত হইবার স্থলে গঙ্গাস্রোত পার হওয়া যেমন দুষ্কর, খরস্রোতের প্রতিকূলে সন্তরণ দিয়া পার হওয়া যেমন দুষ্কর ও বাহুর দ্বারা সাগর পার হওয়া যেরূপ দুষ্কর তদ্রূপ সংযমরূপ সাগর পার হওয়া দুষ্কর ॥৩৬৷৷
৩১৬
বালুয়াকবলে চেব, ণিরস্সাএ উ সংজমে
অসিধারাগমণং চেব, দুক্করং চরিউং তবে|' ॥৩৭||
সংজমে ( সংযম ) বালুয়াকবলে চেব ( বালুকাকবলের ন্যায় = বালুকার গ্রাসের ন্যায় ) ণিরসাএ ( নিরাস্বাদ= আস্বাদহীন ) তবো ( তপ=তপস্যা ) চরিউং ( আচরণ করা ) অসিধারাগমণং চেব ( অসিধারার উপর গমন করার ন্যায় ) দুক্করং ( দুষ্কর ) ॥৩৭||
সংযম বালুকার গ্রাসের ন্যায় আস্বাদহীন ও তপস্যা আচরণ করা অসিধারার উপর গমন করার ন্যায় দুষ্কর ॥৩৭||
অহীবেগংতদিট্ঠীএ’, চরিত্তে পুত্ত দুচ্চরে।
জবা লোহময়া চেব, চাবেয়ব্বা সুদুক্করং ॥৩৮||
পুত্ত (হে পুত্র ) অহীবেগংতদিঠীএ ( অহিরিবৈকাস্তদৃষ্টিতে=সর্পের ন্যায় একদৃষ্টিতে অত্যন্ত একাগ্রতার সহিত ) দুচ্চরে ( দুশ্চর ) চরিত্তে ( চারিত্র = সংযম ) লোহময়া (লৌহময় ) জবা (যব ) চাৰেয়ব্বা চেব ( চর্বণ করিবার ন্যায় ) সুদুক্করং ( সুদুষ্কর ) ||৩৮||
হে পুত্র, সর্পের ন্যায় একদৃষ্টিতে অর্থাৎ অত্যন্ত একাগ্রতার সহিত দুরারাধ্য সংযম পালন লৌহময় যব চর্বণ করিবার ন্যায় অত্যন্ত দুষ্কর ॥৩৮|
জহা অগ্গিসিহা দিত্তা, পাউং হোই সুদুক্করং । তহ দুক্করং করেউং জে, তারুগ্নে সমণত্তণং ॥৩৯||
জহা ( যেমন ) দিত্তা ( দীপ্ত=প্রদীপ্ত ) অগিসিহা ( অগ্নিশিখা ) পাউং ( পান
১। ‘তবে’ টীকা ২ ।
২। “যথা সৰ্প একাগ্রদৃষ্ট্যা চলতি ইতস্ততশ্চ ন বিলোকয়তি তথা সাধুমার্গে সাধুশ্চরেৎ মোক্ষমার্গে দৃষ্টিং বিধায় চরেৎ” টাকা ১ ।