________________
মৃগাপুত্ৰীয় সুহােইও তুমং পুত্তা, সুকুমালাে সুমজ্জিও।
ন হু সী পভূ তুমং পুত্তা, সামগ্নং অণুপালিউং ১ ॥৩৪|| পুতা (হে পুত্র) তুমং (তুমি) সুহােইও ( সুখখাচিত =সুখের যােগ্য, সুখভােগে অভ্যস্ত ) সুকুমালাে (সুকুমার =সুকোমল শরীর বিশিষ্ট) সুমজ্জিও (সুমজ্জিত =সুস্নাত, অথবা সুমার্জিত =সুপরিস্কৃত) তুমং পুভা (হে পুত্র তুমি) সামগ্ন (শ্রামণ্য =শ্রমণের ধর্ম ) অণুপালিউং (অনুপালন করিতে = পালন করিতে) পভূ (প্রভু =সমর্থ ) ন হু সী ( নিশ্চয় হইবে না) ৩৪ | | হে পুত্র, তুমি সুখভােগে অভ্যস্ত, সুকোমল ও সুপরিষ্কৃত শরীর বিশিষ্ট। হে পুত্র, তুমি শ্রমণধর্ম পালন করিতে সমর্থ হইবে না ॥৩৪||
জাবজ্জীবমবিমাে , গুণাণং তু মহত্তররা।
গুরুও লােহরুব্ব, জো পুৱা হােই দুব্বহাে॥৩৫। পুভা (হে পুত্র ) জো (যাহ) জাবজ্জীবমবিমাে ( যাবজ্জীবমবিশ্রাম= যাহাতে আজীবন বিশ্রাম পাওয়া যায় না এরূপ) গুণাণং (গুণসমূহ=যতিধর্মের নিয়ম সমূহ) মহত্তরে। (মহাভারযুক্ত) লােহভারুব্ব (লৌহের ভারের ন্যায় ) গুরুও ( গুরু) দুব্বহাে ( দুর্বহ ) হােই (হয় ) ॥৩৫|| | হে পুত্র, যতিধর্মের নিয়ম পালন অত্যন্ত ভারযুক্ত অর্থাৎ কঠিন, লৌহের ভারের ন্যায় গুরু। ইহাতে আজীবন বিশ্রাম পাওয়া যায় না, ইহা অত্যন্ত দুর্বহ ॥৩৫||
আগাসে গংগসােউব্ব, পড়িসােউ ব্ব দুত্তররা।
বাহাহিং সাগরাে চেব, তরিয়ব্বো গুণােদহী ॥৩৬|| আগাসে ( আকাশে ) গংগসােউব্ব (গঙ্গাস্রোতের ন্যায় ) ( দুস্তর) (হিমালয় হইতে গঙ্গা প্রবাহ যে স্থলে ভূমিতে পতিত হইতে থাকে সে স্থলে তাহা পার হওয়া যেমন দুষ্কর ) পড়িসােউব্ব (প্রতিস্রোতের ন্যায় =খরস্রোতের প্রতিকূলে পার হওয়া যেমন) দুত্তররা (দুস্তর) বাহাহিং (বাহুর দ্বারা) সাগরাে চেব
১। ‘সামগ্রমণুপালিয়া’ টীকা ৩ ও ৪।
২। “আকাশে গঙ্গায়াঃ স্রোতােবদ দুস্তরমিতি যােজ্যং যথ। হিমাচলাৎপতঙ্গাপ্রবাহস্তরিতুমশকস্তথা সংযমে। ধারিতুমশকঃ” টীকা ১। “আকাশে গঙ্গাস্রোতােবৎ দুস্তর ইতি যোজ্যতে লােকরূঢ়া চৈতদুক্তং” টীকা ২।
৩। গুণােয়হী’ টীকা ৩।