________________
৩১৪
উত্তরাধ্যয়ন সূত্র
মশক জনিত বেদনা) অক্কো ( আক্রোশ =দুর্বচন) য় (ও) দুক্খসিজ্জা (দুঃখশয্যা=যে শয্যায় শয়ন করিলে দুঃখ প্রাপ্ত হয়, কঠিন, উচ্চ বা নীচ অসমান কষ্টদায়ক শয্যা) তণফাস (তৃণস্পর্শ =তৃণের আসনে বসিলে তৃণ বিদ্ধ হওয়া ) য় (ও) জল্লং এব (শরীরে মল সঞ্চয় ) তাড়ণা ( তাড়ন= চপেটাদির প্রহার ) তজ্জণা (তৰ্জনা) বহবৎধপরীসহা (বধ ও বন্ধরূপ পরীষহ, বধ = ষষ্ঠী প্রভৃতির দ্বারা প্রহার, বন্ধ =রজু প্রভৃতির দ্বারা বন্ধন তদ্রুপ পরীষহ ) ভিখায়রিয়া (ভিক্ষাচর্যাতে উৎপন্ন ) দুক্খং ( দুঃখ ) জায়ণ ( যাচনা) য় (ও) অলাভয়া ( অলাভ= ভিক্ষালাভ না করা) (এই সমস্ত পরীষহ হইতে উৎপন্ন দুঃখ সহ্য করা অত্যন্ত দুষ্কর) ॥৩১৩২!
ক্ষুধা, তৃষ্ণা, শীতােষ্ণ, উঁশ ও মশক দংশন জনিত বেদনা, আক্রোশ, কষ্টদায়ক শয্যা, তৃণস্পর্শ, শরীরে মল সঞ্চয়, তাড়না, তর্জনা, প্রহার ও বন্ধন রূপ পরীষহ, ভিক্ষাচর্যার দুঃখ, যাচনা ও ভিক্ষালাভ না করা জনিত দুঃখ, এই সমস্ত সহ্য করা অত্যন্ত দুষ্কর। ॥৩১ ৩২||
কাবােয়া জা ইমা বিত্তী, কেসলােও য় দারুণণা।
দুখং বংভব্বয়ং ঘােরং, ধারেউং অ মহল্পণা ॥৩৩ জা ইমা (যে ইহা) কাবােয়া (কাপােতী) বিত্তী (বৃত্তি = প্রাণধারণের উপায় ) য় (ও) দারুণণা (দারুণ =ভীষণ ) কেসলােও (কেশলােচ=কেশােৎপাটন) ঘােরং (ঘাের ) বংভব্বয়ং (ব্ৰহ্মব্রত ব্রহ্মচর্যরূপ ব্রত) মহল্পণা অ (মহাত্মাদের দ্বারা ও ) ধারেউং ( ধারণ করিতে =পালন করিতে) দুখ ( দুঃখ = দুঃখজনক, দুষ্কর) (অথবা মহাত্মাদের আচরিত ব্রহ্মচর্য ধারণ করা অন্যান্য লােকের পক্ষে দুষ্কর, অথবা ঘাের ব্রহ্মচর্যব্রত পালন করা অমহাত্মা অর্থাৎ সামান্য লােকের পক্ষে দুষ্কর ) ৩৩ | এই যে কাপােতী বৃত্তি, ভীষণ কেশােৎপাটন ও ঘাের ব্রহ্মচর্যব্রত, মহাত্মাদের পক্ষেও পালন করা দুষ্কর ॥৩৩।
১। এই সমস্ত পরীষেহর বিশেষ ব্যাখ্যার জন্য দ্বিতীয় পরীষহধ্যয়ন দ্রষ্টব্য।
২। “কাপােতী যেয়ং বৃত্তির্নিবহণণাপায়। তে হি নিত্যং শঙ্কিতাঃ কণকীটাদিগ্রহণে প্রবন্তে, এবং ভিক্ষুরপ্যেষণাদোষশঙ্কে ভিক্ষাদৌ প্ৰবৰ্ত্ততে” টীকা ২।
৩। “অমহাত্মনা” টীকা ২। অমহল্পণাে’ টীকা ২ ও ৩।