SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 330
Loading...
Download File
Download File
Page Text
________________ মৃগাপুত্রীয় ৩১৩ ধণধগ্নপেসবগগেসু (ধনধান্যপ্ৰেষ্যবর্গে =ধন, ধান্য ও দাসদাসী প্রভৃতিতে ) পরিগহ (মােহবুদ্ধি=আসক্তি) বিবজ্জণং (বিবর্জন) (ও) সব্বারংভপরিচ্চাও ( সর্বারপরিত্যাগ =সর্বপ্রকার ব্যাপারাদি পরিত্যাগ) নিম্মমং ( নির্মমত্ব) সুদুরং (সুদুর) ॥২৯৷৷ ধন, ধান্য ও দাসদাসী প্রভৃতিতে আসক্তির বিবর্জন ও সর্বপ্রকার ব্যাপারাদি পরিত্যাগ এবং সম্পূর্ণ নির্মমত্ব অবলম্বন করা অত্যন্ত দুস্কর ॥২৯। চউব্বিহে বি আহারে, রাষ্ট্রভােয়ণবজ্জণং। | সন্নিহীসংচও চেব, বজ্জেয়ব্বো সুদুরং ॥৩০ || চউব্বিহে বি (চতুর্বিধ = চারিপ্রকার ) আহারে ( আহার্য দ্রব্যে) রাষ্ট্রভােয়ণবজ্জণং ( রাত্রিভােজন বর্জন) চেব (ও) সন্নিহীসংচও ( সন্নিধিসঞ্চয়=ঘৃতগুড় প্রভৃতি দ্রব্যকে নির্দিষ্টকালের অতিরিক্ত সময়ের জন্য রাখাকে সন্নিধি ও ভবিষ্যতের জন্য তাহা সঞ্চয় করা) বজ্জেয়ব্বো ( বর্জন করা ) সুদুকর (সুদুষ্কর) ॥৩০|| চারিপ্রকার আহার্য দ্রব্যের রাত্রিকালে ভােজন পরিত্যাগ করা এবং নির্দিষ্টকালের অতিরিক্ত সময়ের জন্য রাখা ও সঞ্চয় করা রূপ কার্যের পরিত্যাগ অত্যন্ত দুষ্কর ॥৩০ || ছুহা তহা য় সীউহ্নং, দংসমসগবেয়। অকোসা দুক্কসিজ্জা য়, তণফাসা জল্লমেব য় ॥৩১ তাড়ণা তজ্জণা চেব, বহবংধপরীসহা। দুখং ভিখায়রিয়া, জায়ণা য় অলাভয়া ॥৩২|| ছুহ (ক্ষুধা) তহ্না (তৃষ্ণা ) সীউহ্নং ( শীতােষ্ণ) দংসমসগবেয়ণ। (দংশ ও ১। অশন, পান, খাদিম ও স্বাদিম এই চারি প্রকার খাদ্য। ভাত, রুটী প্রভৃতিকে অশন, দুগ্ধ জল প্রভৃতিকে পান, মিষ্টান্নাদিকে খাদিম ও লবঙ্গ এলাচ প্রভৃতিকে স্বাদিম বল। ২। “বজ্জণ’ টীকা ১ ও ৩। ৩। “ঘৃত গুড়াদেরুচিতকালাতিক্রমেণ স্থাপনং সন্নিধিঃ” টীকা ১। ৪। মসগায়’ টীকা ৩। ৫| ‘অলাভ য়’ টীকা ২। |
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy