________________
৩১২
উত্তরাধ্যয়ন সূত্র ণিচ্চকালপ্লমণেং , মুসাবায়বিবজ্জণং।
ভাসিয়ব্বং হিয়ং সচ্চং, ণিচ্চাউত্তেণ দুরং |২৬|| ণিচ্চকালমত্তেণং ( নিত্যকালাপ্ৰমত্ত = নিত্যকাল অর্থাৎ সর্বদা অপ্রমত্ত অর্থাৎ প্রমাদশূন্য থাকিয়া) মুসাবায়বিবজ্জণং (মৃষাবাদ বিবর্জন=মিথ্যাভাষণ পরিত্যাগ) (এবং) ণিচ্চাউত্তেণ ( নিত্যাযুক্ত, নিত্য =সদা, আযুক্ত = নিযুক্ত, সাবধান, সদা সাবধান থাকিয়) হিয়ং (হিত= হিতকারী ) সচ্চং (সত্য) ভাসিয়ধ্বং (বলা) দুক্করং (দুষ্কর) ॥২৬||
সর্বদা প্রমাদশূন্য থাকিয়া মিথ্যাভাষণ পরিত্যাগ এবং সদা সাবধান থাকিয়া হিতকারী সত্য কথা বলা দুষ্কর ॥২৬
দংতসােহণমাইসস, অদত্তবিবজ্জণং।।
অণবজ্জেসণিজ্জ, গিহ্নণা অবি দুক্কং ॥২৭ দংতসােহণমাই (দন্তশােধন আদি =দন্তকাষ্ঠ আদি) অদত্ত (অদত্ত দ্রব্যের) বিবজ্জণং ( বিবর্জন) অণবজ্জেসণিজ্জ (অনবদ্যৈষণীয় = অনবদ্য অর্থাৎ নির্দোষ, এষণীয় অর্থাৎ আহার্য দ্রব্যাদি) গিহ্নণা অবি ( গ্রহণও) দুকর ( দুষ্কর ) ২৭।
দংতকাষ্ঠ ( দান ) আদি সামান্য দ্রব্যও প্রদত্ত না হইলে গ্রহণ না করা। এবং নির্দোষ আহার্যদ্রব্যাদি গ্রহণ করা দুষ্কর ॥২৭)।
বিরঈ অবংভচের, কামভােগরসন্নণা। উগং মহব্বয়ং বংভং, ধারেয়ব্বং সুদুরং ২৮
কামভােগরসন্নণা (কামভােগরসজ্ঞের দ্বারা=যে পূর্বে কামভােগের রসাস্বাদন করিয়াছে এরূপ ব্যক্তির দ্বারা) অবংভচেরসূল (অব্ৰহ্মচর্যের =মৈথুনের) বিরঙ্গ ( বিরতি=পরিত্যাগ )(ও) উগগং(উগ্র =কঠোর) বংভং (ব্রহ্মচর্য ) (রূপ)। মহব্বয়ং (মহাব্রত) ধারেয়ব্বং (ধারণ করা ) সুদুরং (সুদুষ্কর) ॥২৮।
| যে পূর্বে কামভােগের রসাস্বাদন করিয়াছে এরূপ কামভােগরসজ্ঞ ব্যক্তির দ্বারা মৈথুন হইতে বিরত হওয়া ও কঠোর ব্রহ্মচর্যরূপ মহাব্রত ধারণ করা অত্যন্ত দুষ্কর ॥২৮||
ধণধপেসবগৃগে, পরিগৃহবিবজ্জণং। সব্বারংভপরিচ্চাও, মিম্মমত্তং সুদুকরং ॥২||