SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 328
Loading...
Download File
Download File
Page Text
________________ ৩১১ মৃগাপুত্ৰীয় এবং লােএ পলিত্তংমি, জরাও মরণেণ য়। অপ্পাণং তারইস্সামি, তুত্তেহিং অণুমন্নিও ॥২৩ এবং (সেইরূপ) জরাএ (জরার দ্বারা) য় (ও) মরণেণ ( মরণের দ্বারা) পলিংমি ( প্রজ্বলিত ) লােএ (লােক হইতে =সংসার হইতে) তুত্তেহিং ( আপনাদের) অণুমন্নিও ( অনুজ্ঞাপ্রাপ্ত হইলে) অপ্পাণং (আত্মাকে=আমার আত্মার ন্যায় সার পদার্থকে) তারইস্সামি (ত্রাণ করিব ) |২৩|| সেইরূপ জরা ও মরণের দ্বারা প্রজ্বলিত সংসার হইতে আপনাদের অনুজ্ঞা প্রাপ্ত হইলে আমার আত্মাকে পরিত্রাণ করিব ॥২৩|| তং বিংতি অম্মাপিয়রে, সামং পুও দুচ্চরং। গুণাণং তু সহসাইং, ধরেয়ব্বাইং ভিখুণে ॥২৪৷৷ অম্মাপিয়রো ( মাতাপিতা) তং (তাহাকে = মৃগাপুত্রকে) বিংতি (বলিল) পুও (হে পুত্র ) সামগৎ (শ্রামণ্য =সাধুত্ব) দুচ্চরং ( দুশ্চর =দুষ্কর) ভিখুণাে ( ভিক্ষুগণকে) সহসাইং (সহস্র) গুণণিং (গুণ) ধারেয়ব্বাইং (ধারণ করিতে হয় ) ॥২৪|| মাতাপিতা তাহাকে ( মৃগাপুত্রকে) বলিল, হে পুত্র, সাধুধর্ম পালন করা। দুষ্কর। ভিক্ষুগণকে সহস্র প্রকার সদগুণ ধারণ করিতে হয় ॥২৪। সময় সব্বভূএ, সত্ত, মিত্তে বা জগে। পাণাইবায়বিরঈ, জাবর্জিবাএ দুরং |২৫|| জগে (জগতে) সব্বভূএ (সর্বভূতের প্রতি=সমস্ত জীবের প্রতি) বা (অথবা ) সত্তমিত্তেসু (শত্রু ও মিত্রের প্রতি) সময়। (সমতা=সমভাব ) (ও) জাবজ্জিবা ( যাবজ্জীব =আমরণ ) পাণাইবায়বিরঈ ( প্রাণাতিপাতবিরতি= জীবহিংসা হইতে বিরতি ) দুরং (দুষ্কর ) |২৫|| হে পুত্র, ত্রিজগতের সমস্ত জীবের প্রতি বা শত্রু ও মিত্রের প্রতি সমভাব অবলম্বন করা ও যাবজ্জীবন জীবহিংসা হইতে বিরত হওয়া অত্যন্ত দুষ্কর ॥২৫|| ১। অপ্পাণে’ টীকা ২। ২। বিংতহম্মাপিয়রাে’ টীকা ৩। ৩। “ভিখুণ। টীকা ৩।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy