________________
৩১০
উত্তরাধ্যয়ন সূত্র
| সেইরূপ যে ধর্ম না করিয়া পরলােকে গমন করে সে যাইতে যাইতে ব্যাধি ও রােগের দ্বারা পীড়িত হইয়া দুঃখ প্রাপ্ত হয় ॥১৯||
অদ্ধাণং জো মহংতং তু, সপাহিজ্জো পবজ্জঈ।
গচ্ছংতত যে সুহী হােই, ছুহাতহাবিবজ্জিও |২০|| জো (যে ) মহংতং অদ্ধাণং (দীর্ঘমার্গে ) সপাহিজ্জো (পাথেয় সহিত ) পবজ্জঈ (গমন করে ) সে (সে) গচ্ছংততা ( যাইতে যাইতে) ছুহাতবিবর্জিও ( ক্ষুধাতৃষ্ণাবিবর্জিত ) ( হইয়া) সুহী হােই ( সুখী হয় ) ॥২০ || | যে সম্বলসহিত দীর্ঘমার্গে গমন করে সে যাইতে যাইতে ক্ষুধাতৃষ্ণা বিবর্জিত হইয়া অর্থাৎ ক্ষুধাতৃষ্ণার দ্বারা পীড়িত না হইয়া সুখ প্রাপ্ত হয় ॥২০ |
এবং ধম্মংপি কাউণং, জো গচ্ছই পরং ভবং।
গচ্ছংতে সে সুহী হােই, অল্পকন্মে অবেয়ণে ॥২১ এবং (সেইরূপ ) ধম্মংপি কাউণং (ধর্ম করিয়া =ধর্মাচরণ করিয়া) জো ( যে ) পরং ভবং (পরভবে) গচ্ছই (গমন করে) সে (সে) গচ্ছংততা ( যাইতে যাইতে) অল্পকম্মে ( অল্পকর্ম=অল্প পাপকর্মবিশিষ্ট) (ও) অবেয়ণে ( অবেদন =বেদনা রহিত) ( হইয়া) সুহী হােই ( সুখী হয়) ॥২১। | সেইরূপ ধর্মাচরণ করিয়া যে পরভবে গমন করে সে যাইতে যাইতে অল্প পাপকর্মবিশিষ্ট ও বেদনাশূন্য হইয়া সুখ প্রাপ্ত হয় ॥২১||
জহা গেহে পলিত্তংমি, তন্স গেহ জো পন্থা। সারভংডাণি ণীণেই, অসারং অবউজ্জ্বঈ ॥২২।
জহা (যেমন) গেহে (গৃহ ) পলিত্তংমি (প্রদীপ্ত হইলে=প্রজ্বলিত হইলে ) তন্স গেহ (সেই গৃহের ) জো ( যে ) পহু (প্রভু) (সে) সারভংণি ( সারভাণ্ডসমূহ =সারবস্তুসমূহ) ণীণেই ( নিষ্কাশন করিয়া লয় =বাহির করিয়া লয়) অসারং ( অকিঞ্চিৎকর দ্রব্য) অবউজ্জ্বই ( ত্যাগ করে ) |২২|| | যেমন গৃহ প্রজ্বলিত হইলে সেই গৃহের প্রভু মূল্যবান্ দ্রব্যসমূহ বাহির করিয়া লয় ও অকিঞ্চিৎকর দ্রব্য ত্যাগ করে ॥২২।
১। “সপাহেও টীকা ৪।