SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 326
Loading...
Download File
Download File
Page Text
________________ মৃগাপুত্ৰীয় ভূসম্পত্তি, গৃহ, স্বর্ণরৌপ্যাদি, পুত্র, স্ত্রী, ভ্রাতাদি স্বজনগণ, এমনকি এই দেহও ত্যাগ করিয়া আমাকে বিবশ হইয়া যাইতে হইবে ॥১৬৷৷ জহা কিংপাগফলাণং, পরিণামো ন সুংদরো । এবং ভুত্তাণ ভোগাণং, পরিণামো ন সুংদরো ॥১৭ জহা ( যেমন) কিংপাগফলাণং (কিংপাক ফলের = বিষবৃক্ষের ফলের) পরিণামো ( পরিণাম ) ন সুংদরো ( সুন্দর হয় না=সুখদায়ক হয় না ) এবং ( তদ্রূপ ) ভুত্তাণ ( ভুক্ত ) ভোগাণং ( বিষয়ভোগের ) পরিণামো ( পরিণাম ) ন সুংদরো ( সুখদায়ক নয় ) || ১৭|| যেমন কিংপাক নামক বিষবৃক্ষের ফল সুস্বাদু হইলেও তাহার পরিণাম সুখদায়ক নয়, তদ্রূপ বিষয়ভোগ আপাতসুখদায়ক হইলেও তাহার পরিণাম সুখদায়ক নয় ॥১৭৷৷ অদ্ধাণং জো মহংতং তু, অপাহিজ্জো' পাবজ্জঈ । গচ্ছংতো সে দুহী হোই, ছুহাতহাই' পীড়িও ৷৷১৮৷৷ ৩০৯ জো ( যে ) মহংতং ( মহান্ত = দীর্ঘ ) অদ্ধাণং ( মার্গে ) অপাহিচ্ছে৷ ( অপাথেয় =পাথেয়রহিত, সম্বলরহিত ) ( হইয়া ) পবজ্জঈ ( গমন করে ) সে ( সে ) গচ্ছংতো ( যাইতে যাইতে ) ছুহাতহ্নাই (ক্ষুধাতৃষ্ণার দ্বারা ) পীড়িও ( পীড়িত ) ( হইয়া ) দুহী ( দুঃখী ) হোই ( হয় ), ॥১৮৷ যে দীর্ঘমার্গে সম্বলরহিত হইয়া গমন করে সে যাইতে যাইতে ক্ষুধাতৃষ্ণার দ্বারা পীড়িত হইয়া দুঃখ প্ৰাপ্ত হয় ॥১৮॥ এবং ধম্মং অকাউণং, জো গচ্ছই পরং ভবং । গচ্ছংতো সে দুহী হোই, বাহীরোগেহিং পীড়িও ৷৷১৯৷৷ এবং ( সেইরূপ ) জো ( যে ) ধম্মং ( ধর্ম ) অকাউণং ( না করিয়া ) পরং ভবং ( পর ভবে ) গচ্ছই ( গমন করে ) সে ( সে ) গচ্ছংতো ( যাইতে যাইতে ) বাহীরোগেছিং ( ব্যাধি ও রোগের দ্বারা) পীড়িও ( পীড়িত ) ( হইয়া ) দুহী হোই ( দুঃখী হয় ) ॥১৯ ১। ‘অপহেও' টাকা ৪ । ২। ‘ছুহাতহ্নাহিং’ টাকা ১ ।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy