SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 325
Loading...
Download File
Download File
Page Text
________________ উত্তরাধ্যয়ন সূত্র এবং যাহা ফেণবুদ্বদের ন্যায় ক্ষণস্থায়ী এইরূপ ধ্বংসশীল শরীরে আমি সুখপ্রাপ্ত হইতেছি না ॥১৩ মানুসত্তে অসারংমি, বাহীবােগাণ আলএ। জরামরণঘখংমি, খণংপি ন রমামহং |১৪|| অসাংমি ( অসার) বাহীবােগাণ (ব্যাধি ও রােগের) আলএ (আলয়) জরামরণঘখংমি ( জরামরণগ্রস্ত =জরা ও মরণের দ্বারা আক্রান্ত ) মানুসতে ( মনুষ্যত্বে=মনুষ্যজীবনে) খণংপি (ক্ষণকালের জন্যও ) ন রমামহং ( সুখপ্রাপ্ত হইতেছি না) ॥১৪। | অসার, ব্যাধি ও রােগের আধার ও জরামরণগ্রস্ত মনুষ্যজীবনে আমি ক্ষণকালের জন্যও প্রীতিপ্রাপ্ত হইতেছিনা ॥১৪। জন্মং৩ দুখং জরা দুখং, বােগাণি মরণাণি য়। অহহা দুখাে হু সংসাবরা, জখ কীসংতি জংতুণে ॥১৫|| জম্মং দুখং (জন্মদুঃখ =জন্মের দুঃখ ) জরা দুখং (জরার জন্য দুঃখ ) বােগাণি (রােগ) য় (ও) মরণাণি ( মরণ) অহহা (হায় ) সংসারে (সংসার ) দুক্খাে হু (দুঃখময়) জখ (যেখানে) জংতুপণ ( প্রাণিগণ ) কীসংতি (ক্লেশপ্রাপ্ত হইতেছে ) |১৫|| | জন্মের দুঃখ, জরার দুঃখ, রােগ ও মরণের দুঃখ, হায়, এই সংসার দুঃখময় ; যেখানে প্রাণিগণ ক্লেশপ্রাপ্ত হইতেছে ॥১৫|| খেত্তং বখং হিরণ চ, পুত্তদারং চ বংধব। চইত্তাণং ইমং দেহং, গংতব্বমবস মে ॥১৬। খেত্তং (ক্ষেত্র=ভূসম্পত্তি) বুখং (বাস্তু =গৃহ) হিরং (স্বর্ণরোপ্যাদি) চ ( ও) পুত্তদারং (পুত্র ও স্ত্রী) চ (ও) বংধবা (ভ্রাতা প্রভৃতি আত্মীয় ) ইমং (এই) দেহং (দেহ=শরীর ) চইত্তাণং ( ত্যাগ করিয়া) মে ( আমাকে ) অবসন্স (অবশ হইয়া=বিবশ হইয়া) গংতব্বং ( যাইতে হইবে ) |১৬|| ১। গথংমি’ টীকা ১। ২। “মামিহং’ টীকা ১। ৩। জন্ম’ টীকা ৩। ৪। রােগায়’ টীকা ৩।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy