________________
৩০৪
উত্তরাধ্যয়ন সূত্র ণংদণে সে উ পাসা, কীলএ সহ ইখিহিং।
দেববা দোগুংদুগগা চেব, ণিচ্চং মুইয়মাণসস ॥ সস (সে =সেই মৃগাপুত্র) ণংদণে পাসাএ (নন্দন নামক প্রাসাদে) দোগুংদুগগ দেবব চেব (দোগুক দেবের ন্যায় ) ণিচ্চং ( নিত্য) মুইয়মাণসস ( মুদিতমানসাে=হৃষ্টচিত্ত ) ( হইয়া) ইখিহিং সহ (স্ত্রীগণের সহিত) কীলএ ( ক্রীড়া করিত) ৩|| | সেই মৃগাপুত্র নন্দন নামক প্রাসাদে হৃষ্টচিত্ত হইয়া দোগুক দেবের ন্যায় নিত্য স্ত্রীগণের সহিত ক্রীড়া করিত ॥৩।
মণিরয়ণকুট্টিমতলে, পাসায়ালােয়ণে ঠিও।
আলােএই নগর, চউকতিয়চচ্চরে ॥৪॥ মণিরয়ণকুট্টিমতলে (মণিরত্নকুট্টিমতলে =মণিরত্নজড়িত তল বা মেঝে বিশিষ্ট) পাসায়ালােয়ণে ( প্রাসাদালােকনে সৌধ গবাক্ষে ) ঠিও ( স্থিত ) ( হইয়া) নগর (নগরের) চউকতিয়চচ্চরে ( চতুষ্ক ত্রিক চত্বর = চতুষ্পথ, ত্রিপথ ও চত্বর) আলােএই ( দেখিতে লাগিল ) ॥৪॥
| কোন সময়ে মণিরত্নজড়িততলযুক্ত প্রাসাদের গবাক্ষ বসিয়া মৃগাপুত্র নগরের চতুষ্পথ, ত্রিপথ ও চত্বরাদি দেখিতে লাগিল ॥৪।
অহ তথ অইচ্ছংতং, পাসঈ সমণসংজয়ং।
তবণিয়মসংজমধরং, সীলড়ঢ়ং গুণআগরং ॥৫॥ অহ (তদনন্তর) তখ ( সেস্থলে) তবণিয়মসংজমধরং (তপ, নিয়ম ও সংযমধর ) সীলং ( শীলাচ্য = শীলসম্পন্ন, ব্রহ্মচর্যধারী ) গুণআগরং (গুণাকর) সমণসংজয়ং (সংযত শ্রমণকে) অইচ্ছংতং ( চলিয়া যাইতে ) পাসঈ ( দেখিল ) ॥৫॥
১। “বিশিষ্টবাস্তুশাস্ত্রোক্তসম্যগলক্ষণেপেতে” টীকা ১।
২। “দোগুকদেব ইব ত্রয়স্ত্রিংশৎসুর ইব ইস্ত পূজ্যস্থানীয় দোয়স্ত্রিংশকা দোগুক। অপুচন্তে” টক। ১। ইন্দ্রের মন্ত্রী বা পুরােহিতের কার্য যে সকল দেবগণ করে তাহাদিগকে ত্রায়স্ত্রিংশ বা দোগুক দেব বলে। ইহারা অত্যন্ত ভােগপরায়ণ। “দোগু-কাশ্চ দেবা নিত্যং ভােগপরায়ণা” টীকা ২।
৩. ‘আলােইএ’ টীক। ১। ৪। চউকত্তিয়চচ্চরে’ টীক। ৪।