SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 320
Loading...
Download File
Download File
Page Text
________________ মৃগাপুত্ৰীয় একোনবিংশতিতম অধ্যয়ন সুগীবে ণয়রে রন্মে, কাণণুজ্জাণসােহিএ। রায়া বলভদ্দ ত্তি, মিয়া তসগমাহিসী ॥১॥ কাণণুজ্জাণসােহিএ (কাননােঘানশােভিত =বন ও উদ্যানের দ্বারা শশাভিত ) বম্মে ( রম্য = রমণীয় ) সুগগীবে (সুগ্রীব নামক ) ণয়রে (নগরে ) বলভদ্দ ত্তি ( বলভদ্র নামক ) রায়া (রাজা) ( ছিল এবং ) ত (তাহার ) অগগমাহিসী। ( অগ্রমহিষী =পট্টরাজ্ঞী ) মিয়া (মৃগা নাম্নী ) ( ছিল)।.। বন ও উদ্যানের দ্বারা শােভিত রমণীয় সুগ্রীব নামক নগরে বলভদ্র নামক রাজা ও তাহার মৃগা নাম্নী পট্টরাজ্ঞী ছিল ॥১॥ | তেসিং পুত্তে বলসিরী, মিয়াপুত্তে ত্তি বিসএ। অম্মপিউণ দইএ, জুবরায়া দমীসরে° ॥২। তেসিং (তাহাদের=রাজা ও রাজ্ঞীর) বলসিরী (বল) ( নামক ) পুত্তে (পুত্র) (ছিল যে ) মিয়াপুত্তে ত্তি (মৃগাপুত্র নামে ) বিএ ( বিশ্রুত = বিখ্যাত ) ( হইয়াছিল এবং যে ) অপিউণ ( মাতাপিতার) দইএ (দয়িত= বল্লভ ) জুবরায়া (যুবরাজ ) (ও) দমীসরে ( দমীশ্বর =দমনকারিগণের অর্থাৎ রাজাগণের মধ্যে ঈশ্বর বা শ্রেষ্ঠ, রাজশ্রেষ্ঠ অথবা ভবিষ্যৎকালের অপেক্ষায় সংযমিগণের মধ্যে শ্রেষ্ঠ ) ( ছিল ) ॥২॥ সেই রাজা ও রাজ্ঞীর বল নামক পুত্র ছিল যে মৃগাপুত্র নামে বিখ্যাত হইয়াছিল এবং যে পিতামাতার অত্যন্ত প্রিয় ও রাজগণের বা বলবানগণের মধ্যে শ্রেষ্ঠ ও যুবরাজ ছিল ॥২॥ ১। মিয়াপুত্তত্তি’ টীকা ৩। ২। “অম্মাপিউহিং’ টীকা ৩। ৩। “দমিন উদ্ধতদমনশীলান্তে চ রাজানন্তেমীশ্বরঃ প্রভুর্দমীশ্বরঃ যা দমিনঃ উপশমিনস্তেষাং সহজোপশমভাবত ঈশ্বরে দমীশ্বর, ভাবিকালাপেক্ষং চৈতৎ” টীকা ৩।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy