________________
উত্তরাধ্যয়ন সূত্র
শোধন করিতে সমর্থ পুরুষগণ সংসারসমুদ্র হইতে উত্তীর্ণ হইয়াছেন, উত্তীর্ণ হইতেছেন, এবং ভবিষ্যৎ কালেও উত্তীর্ণ হইবেন ॥৫৩||
- 302
কহং ধীরে| অহেঊহিং, অত্তাণং পরিয়াবসে' । সব্বসংগবিণিম্মুকে, সিদ্ধে হবই ণীরএ ॥৫৪॥ ত্তি বেমি ৷
- আধার
ধীরো ( ধীর ব্যক্তি ) অহেঊহিং ( অহেতুর = ক্রিয়াবাদাদি মিথ্যা কারণের অত্তাণং ( আত্মাকে ) কহং ( কেন ) পরিয়া বসে ( আবাস করে =' করে ) সব্বসংগবিণিম্মুকে ( সর্বসঙ্গবিনিমু ক্ত =সর্বপ্রকার আসক্তি শূন্য ) ণীরএ ( নীরজ = মলশূন্য, নির্মল, কর্মমলরহিত ) ( হইয়া) সিদ্ধে (সিদ্ধ) হবই ( হয় ) ॥৫৪৷ত্তি বেমি ( এইরূপ বলিতেছি ) ।
ধীর ব্যক্তি নিজের আত্মাকে ক্রিয়াবাদাদি মিথ্যা হেতুর আবাস কেন করে ? যে মিথ্যা হেতুর আশ্রয়স্থল হয় না সে সর্বপ্রকার আসক্তি হইতে মুক্ত ও কর্মমলরহিত হইয়া সিদ্ধ হয় ॥৫৪॥ এইরূপ বলিতেছি ।
ইতি সঞ্জয়ীয়, অষ্টাদশ অধ্যয়ন
১। ‘অদ্দায়ং’ টাকা ৩।
২। “কথং পৰ্যাবাসয়েৎ কুৎসিতহেতূনামাবাসমাত্মানং কথং কুৰ্য্যাৎ” টীকা ১