SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 318
Loading...
Download File
Download File
Page Text
________________ সঞ্জয়ীয় তদ্রূপ স্থিরচিত্তে উগ্র তপস্যাচরণ করিয়া মহাবল নামক রাজর্ষি মস্তকের দ্বারা অর্থাৎ বহুমান পূর্বক মুক্তিরূপ শ্রীকে প্রাপ্ত হইলেন ॥৫১॥ কহং ধীরে| অহেঊহিং', উম্মত্তো ব্ব মহিং চরে । এএ বিসেসমাদায়’, সুরা দঢ়পরক্কমা ॥৫২॥ ৩০১ এএ ( এই সকল =উপরে লিখিত ভরতাদি পুরুষগণ ) স্বরা ( শূর=ধৈর্যশালী ) দৃঢ়পরক্কমা ( দৃঢ়পরাক্রম = স্থিরবীর্য পুরুষগণ ) বিসেসমাদায় ( অন্যমত হইতে জিনমতের বৈশিষ্ট্য অবগত হইয়া ) { জৈনদীক্ষা গ্রহণ করিয়াছিলেন অতএব ) ধীরে৷ ( ধীরপুরুষ ) অহেউহিং ( অহেতুদ্বারা =ক্রিয়া, অক্রিয়াদি কুহেতু দ্বারা ) উম্মত্তো ব্ব ( উন্মত্তের ন্যায় ) কহং ( কেন ) মহিং ( পৃথিবীতে ) চরে ( বিচরণ করে ) ॥৫২ | উপরোক্ত ভরতাদি ধৈর্যশালী ও স্থিরবীর্য পুরুষগণ অন্যমত হইতে জিনমতের বৈশিষ্ট্য অবগত হইয়া জৈন দীক্ষা গ্রহণ করিয়াছিলেন । অতএব ধীর পুরুষ ক্রিয়াবাদ, অক্রিয়াবাদ প্রভৃতি বিপরীত ভাষণের দ্বারা উন্মত্তের ন্যায় পৃথিবীতে কেন বিচরণ করে ? ॥৫২॥ অচ্চংতত ণিয়াণখমা, সচ্চা” মে ভাসিয়া বঈ । অতরিংসু তরিংতেগে, তরিসংতি অণাগয়া ॥৫৩|| ( হে সঞ্জয় মুনি ) মে ( আমার দ্বারা ) সচ্চা (সত্য) বঈ ( বাক্=বাণী ) ভাসিয়া ( কথিত হইয়াছে ) ( যাহা অবগত হইয়া ) অচ্চংতণিয়াণখমা ( অত্যন্তনিদানক্ষম = কর্মমলশোধনে সমর্থ ) এগে ( কতক পুরুষ ) অতরিংস্থ ( উত্তীর্ণ হইয়াছেন ) তরিংতেগে ( উত্তীর্ণ হইতেছেন ) অণাগয়া ( অনাগত কালে ) তরিসংতি ( উত্তীর্ণ হইবেন ) ॥৫৩৷৷ হে সঞ্জয় মুনি, আমি সত্যভাষণ করিয়াছি, যাহা অবগত হইয়া কৰ্মমল ১। “অহেতুভিঃ ক্রিয়া অক্রিয়া বিনয় অজ্ঞানপ্রমুখৈঃ কুৎসিত হেতুভিবিপরীতভাষণৈঃ” টীকা ১। ২। “বিশেষং বৈশিষ্ট্যমর্থান্নিথ্যাদর্শনেভ্যো জিনশাসনস্য” টীকা ২ ৩। “অত্যন্তনিদানক্ষমাঃ অত্যন্তং নিদানং কর্মমলশোধনং তত্র ক্ষমাঃ কর্মমল প্রক্ষালনসাবধানাঃ” টীক| ১ । ৪। ‘এসা’ টীক। ৩।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy