SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 317
Loading...
Download File
Download File
Page Text
________________ ৩ ০ ০ উত্তরাধ্যয়ন সূত্র তহেব বিজও রায়া, আণঠাকিত্তি পদ্ম। রজ্জং তু গুণসমিদ্ধং, পয়হিত্ত, মহাজসাে॥৫ ০||| তহেব (তদ্রুপ) আণঠাকিত্তি (আনষ্টাইকীর্তি = আনষ্ট অর্থাৎ বিনষ্ট হইয়াছে অকীর্তি যাহার, বিনষ্টাপযশ) মহাজসাে (মহাযশ =মহাযশস্বী ) বিজও রায় ( বিজয় রাজা) গুণসমিদ্ধং (গুণসমৃদ্ধ=কাম্যবিষয়ের দ্বারা পরিপূর্ণ ) রজ্জং ( রাজ্য) পয়হিত্ত, ( পরিত্যাগ করিয়া) পব্বএ (প্রব্রজ্যা। গ্রহণ করিলেন ) ॥৫০ | তদ্রুপ বিনষ্টাপযশ, মহাযশস্বী বিজয় রাজা কাম্যবিষয়ের দ্বারা পরিপূর্ণ রাজ্য পরিত্যাগ করিয়া প্রব্রজ্যা গ্রহণ করিলেন ॥৫০ | তহেবুগং তবং কিচ্চা, অব্বখিত্তেণ চেয়সা। মহাবলাে° রায়রিসী, অদ্দায় সিরসা সিরিং ॥৫১। তহেব (তদ্রুপ) অব্বকৃখিত্তেণ ( অব্যাক্ষিপ্ত =স্থির) চেয়সা ( চিত্তের দ্বারা) উগং ( উগ্র) তবং ( তপস্যা ) কিচ্চা ( করিয়া) মহাবলা (মহাবল নামক) রায়রিসী (রাজর্ষি ) সিরসা ( শিরসা =মস্তকের দ্বারা) সিরিং (শ্ৰী =চারিত্রলক্ষ্মী অথবা মুক্তিরূপ শ্ৰী') অদ্দায় (প্রাপ্ত হইলেন ) ৫১। ১। বিজয়ও’ টীকা ২। দ্বারাবতী নগরীতে ব্রহ্মরাজ নামক রাজার ঔরসে সুভদ্রা রাজ্ঞীর গর্ভে বিজয় উৎপন্ন হইয়াছিলেন। ইনি দ্বিপৃষ্ঠ নামক বাসুদেবের বড় ভ্রাতা। দীক্ষা গ্রহণ করিয়া মুক্তিলাভ করেন। ২। “অ সমান্নষ্টা অকীৰ্ত্ত্যিস্ত স আনষ্টাকীর্তিঃ অশো রহিতঃ” টীকা ১। | “যদ্ব। অনার্তা সকলদোষবিগমতােবাধিত কীৰ্ত্তিরত্যেনাৰ্তকীৰ্ত্তি” টাকা ৩। ৩। “গুণৈঃ সপ্তাঙ্গৈঃ পূর্ণং” স্বামী ১, অমাত্য ২, সুহৃৎ ৩, কোষ, রাষ্ট্র ৫, দুর্গ ৬, বলানি ৭ চ রাজ্যাঙ্গানি, অথবা গুণৈরিন্দ্রিয়কামগুণৈঃ পূর্ণং” টীকা ১। ৪। পহিত্ত, টীকা ১। ৫। হস্তিনাপুরের বল নামক রাজা ও প্রভাবতী রাজ্ঞীর পুত্র মহাবল। ত্রয়ােদশ তীর্থঙ্কর বিমলনাথের প্রপৌত্র ধর্মঘােষ আচার্যের নিকট দীক্ষা গ্রহণ করেন এবং সংযম ও তপস্যা আচরণ করিয়া দেহান্তে দেবতা হন। তথাকার আয়ুক্ষয় হইলে বাণিজ্যগ্রামে সুদর্শন নামক শ্ৰেষ্ঠী হন এবং ভগবান্ মহাবীরের নিকট দীক্ষা গ্রহণ করিয়া মুক্তিলাভ করেন। মহব্বললা’ টীকা ১। ৬| ‘আদায়’ টীকা ১ ও ২। “অদ্দায় ত্তি আত্বা আদিতঃ গৃহীতবাংশুমনে ন স্বীকৃতবা” টাকা ৩। ৭। “সিয়ং’ টাকা ৩। “শিয়ং সর্বোত্তমাং কেবললক্ষ্মী” টীকা ৩।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy