________________
২৮৯
সঞ্জয়ীয় অহং (আমি) মহাপাণে (পঞ্চম স্বর্গ ব্ৰহ্মলােকের অন্তর্গত মহাপ্রাণ নামক বিমানে) জুইমং (দ্যুতিমান্ ) বরিসসওবমে (বর্ষশতােপম শতবর্ষজীবী মনুষ্যকে যেমন পরিপূর্ণ আয়ু ভােগ করিয়াছে বলা হয় তদ্রুপ সেই দেবলােকের পরিপূর্ণ আয়ুবিশিষ্ট) (দেবতা) আসী (ছিলাম) জা সা (যে ) পালী মহাপালী (পলল্যাপম ও সাগবােপম ) ( আয়ু তাহা) দিব্বা (দিব্য =দেব সম্বন্ধীয় ) বরিসসওবমা ( বর্ষশতােপমা মনুষের শতবর্ষের ন্যায় পূর্ণায়ু ) ॥২৮|| | আমি পঞ্চমস্বর্গে দ্যুতিমান্ ও পূর্ণায়ুবিশিষ্ট দেব ছিলাম, মনুষ্যের শতবর্ষের আয়ুকে যেমন পূর্ণায়ু বলা হয় তদ্রুপ দেবগণের আয়ুকে পল্যোপম ও সাগরােপম বলা হয়।
সে চুএ বংলােগাও, মাণুং ভবমাগএ।
অল্পণােয় পরেসিং চ, আউং জাণে জহা তহা ॥২৯|| সে (সেই আমি) বংভলােগাও (ব্ৰহ্মলােক হইতে =পঞ্চম স্বর্গ হইতে) চুএ (চ্যুত ইহয়া ) মাণুসং ভবং ( মনুষ্যভবে = মনুষ্য জন্মে) আগও (আগত) ( হইয়াছি) অল্পণে য় ( আপনার নিজের ) পরেসিং চ (ও অন্যের ) জহা (যেমন = যত বর্ষের ) আউং ( আয়ু ) তহা (তেমন =সেই প্রকারে ) জাণে ( জানি ) ॥২৯| | আমি ব্ৰহ্মলােক হইতে চ্যুত হইয়া মনুষ্যজন্ম প্রাপ্ত হইয়াছি। আমি আমার নিজের ও অন্যের যাহার যে প্রকারের আয়ু তাহা ঠিক সেই প্রকারেই জানি অর্থাৎ যাহার যত বর্ষের আয়ু তাহা জানি ॥২৯|||
শাণা রুইং চ ছংদং ২ চ, পরিবজ্জিজ্জ সংজএ। অণঠা জেয় সব্বখা, ইই বিজ্জামনুসংচরে ॥৩০ |
সংজএ (হে সঞ্জয়) পাণা ( নানাবিধ ) রুইং ( রুচি= ক্রিয়াবাদী প্রভৃতির মতের প্রতি অভিলাষ ) চ (ও) ছংদং ( ছন্দ = স্বকপােলকল্পিত মত)
১। “রুচিং চ প্ৰক্ৰমাৎ ক্রিয়াবাদ্যাদিমতবিষয়মভিলাষ” টাকা ৩। ২। “ছন্দশ্চ স্বমতিকল্পিতমভিপ্রায়” টাকা ৩। ৩। “নিষ্প্রয়োজনা: যে চ ব্যাপার। ইতি গম্যতে” টীকা ২। “অনর্থহেতব” টীকা ৩।
৪। “সর্বত্র” টীকা ২। “সর্বার্থ অশেষহিংসাদয়ঃ” টীকা ১। “সর্বার্থ অশেষহিংসাদয়ঃ... যদ্ব। সৰ্বত্ৰ ক্ষেত্ৰাদৌ” টীকা ৩।