________________
২৮৮
উত্তরাধ্যয়ন সূত্র
অহং (আমি) সংজমমাণে (সংযত করিয়া তাহাদের অসদুক্তি হইতে কর্ণাদিকে সংযত করিয়া) বসামি ( অবস্থান করিতেছি ) য় (এবং) ইরিয়ামি ( ভিক্ষার জন্য বিচরণ করি) ॥২৬। | এই ক্রিয়াদিবাদিগণের কপটবাক্য অসত্য ও নিরর্থক। আমি ইহাদিগের অসদুক্তি হইতে কর্ণাদিকে সংযত করিয়া অবস্থান করি এবং ভিক্ষার জন্য বিচরণ করি ॥২৬৷৷
সব্বে তে বিইয়া মঙ্খং, মিচ্ছাদিঠী অণারিয়া। বিজ্জমাণে পরে লােএ, সম্মং জাণামি অল্পগং ॥২৭
মঙ্খং ( আমার নিকট) তে সব্বে ( তাহারা সকলে) মিচ্ছাদিঠী ( মিথ্যাদৃষ্টি = মিথ্যাদর্শনযুক্ত) (ও) অণারিয়া ( অনার্য =সম্যক্ মার্গ হইতে চ্যুত) (বলিয়া) বিইয়া (বিদিত আছে) (আমি) পরেললাএ(পরলােকে) বিজ্জমাণে (বিদ্যমান ) ( আছে তাহা) সম্মং (সম্যক্ প্রকারে ) জামি (জানি) অল্পগং ( আত্মাকে ) (ও জানি ) ॥২৭)।
সেই সকল ক্রিয়াদিবাদিগণ আমার নিকট মিথ্যাদর্শনযুক্ত ও সম্যক্মার্গ হইতে ভ্রষ্ট বলিয়া বিদিত আছে। পরলােক বিদ্যমান আছে তাহা আমি সম্যক প্রকারে জানি এবং আত্মা আছে তাহাও জানি ॥২৭||
অহমাসী মহাপাণে জুইমং বরিসসওবমে। জা সা পালী, মহাপালী দিব্বা বরিসসওবমা ॥২৮ |
১। লোগে’ টীকা ২। ২। অল্পয়ং’ টীকা ১। ৩। স্বর্গলােকের বিবরণের জন্য ৩৩ সূত্রের ২নং পাদটীকা দ্রষ্টব্য। ৪। বাসসওবমে’ টীকা ২।
৫। “পালিৰিব পালি...পলোপমপ্রমণ। মহাপালী সাগরােপমপ্রমাণা” টাকা ৩। পূল্যোপম ও সাগরােপম ব্যাখ্যার জন্য ১০৫ সূত্রের ৪নং পাদটীকা দ্রষ্টব্য। পঞ্চম স্বর্গের পূর্ণায় দশ সাগরােপম। “দশসাগরাযুরহমাসমিত্যর্থ:” টীকা ১।
“যােজনং বিস্তৃতঃ পল্যস্তথা যােজনমুৎস্তঃ সপ্তরাত্রপ্ররূঢ়াণাং কেশাগ্ৰাণাং সপূরিতঃ। ততো বর্ষশতে পূর্ণে একৈকং কেশমুদ্ধরেৎ ক্ষীয়তে যেন কালেন তৎ পলল্যাপমমুচ্যতে ॥” টীকা ৩।