________________
সঞ্জয়ীয়
২৮৭
ইই পাউকরে বুদ্ধে, ণায়এ পরিণিব্ব,এ।
বিজ্জাচরণসংপয়ে, সচ্চে সচ্চপরমে ॥২৪|| ইই ( এইরূপ) বুদ্ধে ( বুদ্ধ ) পরিণিব্ব,এ (পরিনিবৃত= যিনি কষায় অর্থাৎ রাগদ্বেষকে সম্পূর্ণরূপে শান্ত করিয়াছেন, রাগদ্বেষ রহিত) বিজ্জাচরণসংপগ্নে ( বিদ্যাচরণসম্পন্ন = জ্ঞানচারিত্রযুক্ত) সচ্চে ( সত্য =সত্যভাষী ) সচ্চপরমে ( সত্যপরাক্রম = সত্যবীর্যসম্পন্ন ) ণায় (জ্ঞাতক =জ্ঞাতৃকুলােৎপন্ন, ভগবান্ মহাবীর) পাউকরে ( বর্ণন করিয়াছেন।) ॥২৪ | বুদ্ধ, রাগদ্বেষরহিত, জ্ঞান ও চারিত্রযুক্ত, সত্যভাষী ও সত্যবীর্যসম্পন্ন জ্ঞাতৃকুলােৎপন্ন ভগবান মহাবীর উক্ত প্রকারে ক্রিয়াদিবাদের বর্ণনা করিয়াছেন ॥২৪।
পড়তি শরএ ঘােরে, জে ণরা পাবকারিণে।
দিব্বং চ গইং গচ্ছতি, চরিত্তা ধম্মমারিয়ং |২৫|| জে ( যাহারা) পাবকারিণাে (পাপকারী=অসত্য প্ররূপণকারী, অসত্য উপদেশ প্রদানকারী ) ণরা (মনুষ্যগণ ) ( তাহারা) ঘােরে (ঘাের=ভীষণ ) ণরএ (নরকে) পড়ংতি ( পতিত হয়) চ (কিন্তু) আরিয়ং (আর্য=বীতরাগকথিত) ধম্মং (ধর্ম=সত্যপ্ররূপণরূপধর্ম, সত্যোপদেশ) চরিত্তা (আচরণ করিয়া) দিব্বং (দিব্য = স্বর্গ ) গইং (গতি ) গচ্ছতি (গমন করে ) ॥২৫।
যাহারা ক্রিয়াবাদাদি অসত্য উপদেশ প্রদানকারী মনুষ্য তাহারা ভীষণ নরকে পতিত হয় কিন্তু যাহারা বীতরাগকথিত সত্যরূপণরূপ আর্যধর্ম পালন করে তাহারা স্বর্গতি প্রাপ্ত হয় ॥২৫||
মায়াবুইয়মেয়ং তু, মুসাভাসা ণিরখিয়া।
সংজমােমাণণা বি অহং, বসামি ইরিয়ামি য় ॥২৬|| এয়ং (এই=ক্রিয়াদিবাদিগণের) মায়াবুইয়ং ( মায়ােক্তং =কপটবাক্য) তু ( কিন্তু) মুসাভাস (মিথ্যাকথন) (ও) ণিরখিয়া ( নিরর্থক =সত্যার্থরহিত)
১। পরিনিঝুড়ে’ টীকা ৩। ২। “ধর্মঃ শ্রুতধর্মাদিরনেকবিধঃ, ইহ চ সৎপ্ররূপণারূপঃ শ্রুতধর্ম এব তং” টীকা ৩। ৩। অবি সংজমমাণেত্তি’ টীকা ১। “মায়য়া শাঠেন বুইয়ংতি উক্তং মায়ােক্তং” টীকা ৩। ৪। “সংযচ্ছন্নের উপরমন্নেব তদুক্তাকর্ণনাদিভ্যঃ” টীকা ২।