________________
২৮৪
উত্তরাধ্যয়ন সূত্র
| সেই নরাধিপ সাধুর নিকট ধর্ম শ্রবণ করিয়া অত্যন্ত বৈরাগ্য ও মােক্ষ প্রাপ্তির ইচ্ছা যুক্ত হইল ॥১৮
সংজও চইউং রজ্জং, ণিকৃখংতত জিণসাসণে।
গভালি ভগবও, অণগার অংতি ॥১৯৷ সংজও (সঞ্জয়) রজ্জং ( রাজ্য ) চইউং ( ত্যাগ করিয়া ) ভগবও ( ভগবান্ )। গদ্দভালি (গর্দভালি নামক) অণগারস ( সাধুর) অংতি ( নিকট ) জিণসাসণে (জিনশাসনে= জৈন ধর্মে ) ণিকৃখংততা ( নিষ্ক্রান্ত হইল =দীক্ষা গ্রহণ করিল ) |১৯|| | সঞ্জয় রাজা রাজ্য ত্যাগ করিয়া ভগবান্ গর্দভালি নামক সাধুর নিকট জৈনধর্মে দীক্ষাগ্রহণ করিল ॥১৯)।
চিচ্চা রটুঠং পব্বঈও; খত্তিও পরিভাস।
জহা তে দীসঈ রূবং, পসন্ন তে তহা মণে ॥২০ | রঠং ( রাষ্ট্র) চিচ্চা (ত্যাগ করিয়া) পব্বঈও (প্রব্রজিত) খডিও ( ক্ষত্রিয় = কোন ক্ষত্রিয় সাধু) (সঞ্জয় সাধুকে) পরিভাসঈ (প্রতিভাষণ করিল = সম্বােধন করিয়া বলিল ) জহা (যেমন ) তে (তােমার) রূবং ( রূপ ) দীস ( দৃষ্ট হইতেছে ) তহা (তদ্রুপ ) তে (তােমার) মণে। (মন) পসন্ন ( প্রসন্ন ) |২০||
রাজ্য ত্যাগ করিয়া দীক্ষাগৃহীত একজন ক্ষত্রিয় সাধু সঞ্জয় সাধুকে সম্বােধন করিয়া বলিল, হে সাধু তােমার বাহকৃতি যেমন দেখা যাইতেছে সেইরূপ তােমার মনও প্রসন্ন। (সঞ্জয় সাধু দীক্ষা গ্রহণের পর বিচরণ করিতে করিতে কোন সময়ে কোনস্থানে অন্য একজন ক্ষত্রিয় সাধু কর্তৃক সম্ভাষিত হইলেন)।২০
কিং ণামে কিং গুত্তে, কঠা ব মাহণে। কহং পড়িয়সী বুদ্ধে, কহং বিণীয়ত্তি বুচ্চসি ॥২১।
১। ধ্যানস্থ সাধু যাহার সহিত রাজার আলাপ হইতেছে তাহার নাম গর্দভালি।
২। “হিংসানিবৃত্তঃ প্রব্রজিত ইতি ভাবঃ” টীকা ২। “মা বধীত্যেবংরূপং মনােবক্রিয়া যাসৌ মাহনঃ,...স চৈবংবিধঃ প্রব্রজিত এব সংভবত্যতঃ কিংবা প্রয়ােজনমুদ্দিশ্য প্রব্রজিত” টীকা ৩।