________________
সঞ্জয়ীয়
তও' তেণজ্জিএ দব্বে, দারে য় পরিরকৃখিএ ি কীলংতগ্নে ণরা রায়ং, হট্ঠতুঠমলংকিয়া ॥১৬
রায়ং ( হে রাজন্ ) তও ( তৎপরে ) তেণ ( তাহার দ্বারা= সেই মৃত ব্যক্তির দ্বারা) অজ্জিএ ( অর্জিত ) দব্বে ( দ্রব্যে ) য় (এবং ) পরিরকৃখিএ ( পরি রক্ষিত = সংরক্ষিত ) দারে (স্ত্রীতে= স্ত্রীর সহিত ) অগ্নে ( অন্য ) ণরা ( মনুষ্যগণ ) হট্ঠতুঠমলংকিয়া ( হৃষ্টতুষ্ট ও অলঙ্কৃত হইয়া ) কীলংত (ক্রীড়া করে=ভোগ করে ) || ১৬||
হে রাজন, তৎপরে সেই মৃত ব্যক্তির দ্বারা উপার্জিত ধনে ও তাহার সংরক্ষিত স্ত্রীর সহিত অন্য মনুষ্য হৃষ্ট, তুষ্ট ও বিভূষিত হইয়া ভোগ করে ॥১৬||
তেণাবি জং কয়ং কৰ্ম্মং, সুহং বা জই বা দুহং ৷ কম্মুণা তেণ সংজুত্তো, গচ্ছঈ উ পরং ভবং ॥১৭||
8
২৮৩
তেণাবি ( সেই মৃত মনুষ্যের দ্বারা ) জং ( যে সমস্ত ) সুহং ( শুভ= =পুণ্য ) জই বা ( যদি বা=অথবা ) দুহং ( দুঃখপূর্ণ = পাপ, অশুভ ) কৰ্ম্মং ( কর্ম ) কয়ং ( কৃত হইয়াছে ) তেণ কম্মুণা ( সেই সমস্ত কর্মের সহিত ) সংজুত্তো ( সংযুক্ত ) ( হইয়া ) পরং ভবং ( পরভবে ) গচ্ছঈ ( গমন করে ) ॥১৭||
সেই মৃত মনুষ্য জীবিত অবস্থায় যে সমস্ত পুণ্য ও পাপ কর্ম করিয়াছে সেই সকল কর্মের সহিত যুক্ত হইয়া সে পরলোকে গমন করে ॥১৭|
সোঊণ তস্স সো ধম্মং, অণগারস অংতিএ । মহয়া সংবেগণিব্বেয়ং, সমাবন্নো ণরাহিবো ॥১৮॥
সো ণরাহিবো ( সেই রাজা ) তস সেই ) অণুগারস (সাধুর ) অংতিএ ( অন্তিকে =নিকট ) ধম্মং ( ধর্ম ) সোঊণ ( শ্রবণ করিয়া ) মহয়া ( মহৎ= অত্যন্ত ) সংবেগণিব্বেয়ং (সংবেগ ও নির্বেদ, সংবেগ = মুক্তিপ্রাপ্তির অভিলাষ, নির্বেদ = বৈরাগ্য ) সমাবল্লো ( সমাপন্ন = যুক্ত ) ( হইল ) ॥১৮৷
১। ‘ততো’ টীকা ২ ।
২। 'কীলংতিন্নে' টীকা ৪।
৩। ‘রায়া’ টাকা ২।
৪। ‘গচ্ছতী' টীকা ২
৫। “সংবেগো মোক্ষাভিলাষো নির্বেদঃ সংসারোদ্বিগ্নতা” টাকা ৩।