________________
২৮২
উত্তরাধ্যয়ন সূত্র
বিজুসংপায়চংচলং ( বিদ্যুৎসম্পাত চঞ্চল =বিদ্যুতের আলােকের ন্যায় অস্থির) (তুমি) পেচ্চখং (প্রেত্যার্থ=পরলােকের প্রয়ােজন) নাবৰুক্মসী (বুঝিতে পারিতেছ না) ॥১৩
হে রাজ, তুমি যাহাতে মােহিত হইয়া আছ সেই জীবন ও রূপ বিদ্যুতের আলােকের ন্যায় অস্থির। পরলােকের প্রয়ােজন অর্থাৎ কি উপায়ে পরলােকে সুখ পাওয়া যাইবে তাহা তুমি জান না ॥১৩
দারাণি য় সুয়া চেব, মিত্তা য় তহ বংধবা।
জীবংতমণুজীবতি, ময়ং নানুব্বয়ংতি য় ॥১৪|| দারাণি (স্ত্রীগণ ) য় (ও) সুয়া (পুত্রগণ) চেব (এবং) মিত্তা ( মিত্রগণ ) তহ (তথা) বংধবা (আত্মীয়গণ ) জীবংতমণুজীবতি (জীবন্ত মনুষ্যের উপার্জনে জীবিকা নির্বাহ করে) য় (কিন্তু) ময়: (মৃতকে=সেই মনুষ্য মৃত হইলে) নানুব্বয়ংন্তি (সঙ্গে গমন করে না) ॥১৪|| | কোন মনুষ্য জীবিত থাকিতে তাহার স্ত্রী, পুত্র, মিত্র ও বান্ধবাদি সকলে তাহার উপার্জনে জীবিকা নির্বাহ করে কিন্তু সে মৃত হইলে কেহই তাহার অনুগমন করে না ॥১৪||
ণীহরংতি ময়ং পুত্তা, পিয়রং পরমদুখিয়া।
পিয়রাে বি তহা পুত্তে, বধূ রায়ং তবং চরে ॥১৫। ময়ং (মৃত) পিয়রং (পিতাকে) পুভা (পুত্রগণ) পরমদুখিয়া (অত্যন্ত দুঃখিত হইয়াও) ণীহরংতি (নিষ্কাশন করিয়া দেয়= গৃহ হইতে বাহির করিয়া দেয়) পিয়রাে বি (পিতা ও তহা (তদ্রুপ) পুত্তে (পুত্রকে = মৃত পুত্রকে ) (গৃহ হইতে বাহির করিয়া দেয়) বংধূ (বান্ধবগণ) ( ও মৃত বান্ধবকে বাহির করিয়া দেয় ) রায়ং (হে রাজন্) (ইহা জানিয়া ) তবং (তপস্যা ) চরে ( আচরণ কর) |১৫|| | মৃত পিতাকে পুত্রগণ পরম দুঃখিত হইয়াও গৃহ হইতে বাহির করিয়া দেয় তােপ পিতাও মৃত পুত্রকে এবং আত্মীয়গণও মৃত আত্মীয়গণকে বাহির করিয়া দেয়। অতএব হে রাজ, তপস্যা আচরণ কর ॥১৫||
১। সুতা’ টীকা ২। ২। নাণুবয়ংতি টীকা ২।